Euro 2024 Qualifiers: রোনাল্ডো, এমবাপের জোড়া গোলে ইউরোর যোগ্যতাঅর্জন করল পর্তুগাল, ফ্রান্স
UEFA Euro 2024: যোগ্যতাঅর্জনপর্বে অপরাজিত থেকেই পরের বছরের ইউরোতে পৌঁছে গেল ফ্রান্স ও পর্তুগাল।
![Euro 2024 Qualifiers: রোনাল্ডো, এমবাপের জোড়া গোলে ইউরোর যোগ্যতাঅর্জন করল পর্তুগাল, ফ্রান্স Cristiano Ronaldo and Kylian Mbappe scores to secure Portugal and France's Euro 2024 Qualification Euro 2024 Qualifiers: রোনাল্ডো, এমবাপের জোড়া গোলে ইউরোর যোগ্যতাঅর্জন করল পর্তুগাল, ফ্রান্স](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/14/0a302cd09377a3a6df618cd677c147231697279486344507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: উয়েফা ইউরোর যোগ্যতাঅর্জনপর্বের ম্যাচে (Euro 2024 Qualifiers) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) উভয়েই জোড়া গোল করে নিজেদের দেশকে পরের বছরের ইউরোতে পৌঁছে দিলেন। পর্তুগাল এবং ফ্রান্স পউভয় দলই নিজেদের সবকয়টি ম্যাচ জিতে পরের বছরের টুর্নামেন্টে পৌঁছে গেল। বেলজিয়ামও জার্মানিতে আয়োজিত ইউরোতে নিজেদের জায়গা পাকা করে ফেলল।
গ্রুপ 'বি'-র ম্যাচে আমস্টারডামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে নেমেছিল ফ্রান্স। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই স্কোরশিটে নিজের নাম তুলে নেন এমবাপে। দুরন্ত ভলিতে গোল করেন ফরাসি তারকা ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে অ্যাড্রিয়ান ব়্যাবিওয়ের সঙ্গে ডাচ পেনাল্টি বক্সে ওয়ান-টু খেলার পর সুন্দর বাঁক খাওয়ানো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। এই গোলের সুবাদেই মিশেল প্লাতিনিকে পিছনে ফেলে ফ্রান্সের সর্বকালীন গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে পৌঁছে গেলেন এমবাপে। তাঁর দখলে ৪২টি গোল হয়ে গেল। ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে হার্টম্যান ডাচদের হয়ে গোল করে আশা জাগান বটে, তবে ম্যাচ ২-১ ফ্রান্সের পক্ষেই শেষ হয়।
অপরদিকে, নিজের ২০২তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জোড়া গোল করে পর্তুগাল জার্সিতে ১২৫টি গোল করার কৃতিত্ব নিজের নামে করলেন। স্লোভাকিয়ার বিরুদ্ধে ৩-২ জয় পেল পর্তুগাল। ম্যাচে ১১তম ইনিংসে গঞ্জালো গুয়েদেশ পর্তুগিজদের লিড এনে দেন। ম্যাচের ২৯ মিনিটে রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করে স্কোর ২-০ করেন। ডেভিড হ্যানকো স্লোভাকিয়ার হয়ে দ্বিতীয়ার্ধে গোল করে ব্যবধান কমান। তবে ব্রুনো ফার্নান্ডেজের ক্রস থেকে গোল করে পর্তুগালকে ৩-১ এগিয়ে দেন রোনাল্ডো। ৮০ মিনিটে স্টানিস্লাভ লবোটকা স্লোভাকদের হয়ে দ্বিতীয় তথা ম্যাচের শেষ গোল করেন। এই জয় মিলিয়ে নাগাড়ে সাত ম্যাচ জিতল রোনাল্ডোর দল।
একই স্কোরলাইনে অস্ট্রিয়াকে হারাল বেলজিয়ামও। ডডি লুকাবাকিওয়ের জোড়া গোলের পাশাপাশি বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু একটি গোল করেন। তবে বেলজিয়াম ৩-০ এগিয়ে যাওয়ার পর কনরাড লাইমার অস্ট্রিয়ার হয়ে এক গোল শোধ করেন। আমাদিউ ওনানা ৭৮ মিনিটে লাল কার্ড দেখায় বেলজিয়াম ১০ জনে নেমে যায়। ৮৪ মিনিটে তারকা মিডফিল্ডার মার্সেল স্যাবিটজ়ার পেনাল্টি থেকে অস্ট্রিয়ার হয়ে গোল করে বেলজিয়ামের উপর চাপ বাড়ান বটে। তবে ম্যাচের আয়োজকরা সমতায় ফিরতে পারেননি। ম্যাচ জিতে নেন লুকাকুরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মালয়েশিয়ার বিরুদ্ধে হেরে মারডেকা কাপ থেকে বিদায় স্তিমাচের দলের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)