(Source: ECI/ABP News/ABP Majha)
U17 Womens WC: অনূর্ধ্ব ১৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপে উড়বে তেরঙ্গা, কারণ জানেন তো?
U17 Womens World Cup: এর আগে, উভেনা ফার্নান্দেস প্রথম ভারতীয় মহিলা সহকারি হয়েছিলেন যিনি বিশ্বকাপে একজন কর্মকর্তার ভূমিকা পালন করেছিলেন। ২০১৬ সালের অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে দায়িত্বে ছিলেন।
নয়াদিল্লি: ফিফার মঞ্চে ফের ভারতীয়। বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ফের উড়বে তেরঙ্গা। চলতি বছরই ডমিনিক রিপাবলিকে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব ১৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপ (Under 17 Womens World Cup 2024)। সেই টুর্নামেন্টেই সহকারী রেফারি হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের রিওহলং ধর। ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের জন্য নির্বাচিত হওয়া দ্বিতীয় ভারতীয় মহিলা সহকারি রেফারি হবেন রিওহলং ধর। এর আগে, উভেনা ফার্নান্দেস প্রথম ভারতীয় মহিলা সহকারি হয়েছিলেন যিনি বিশ্বকাপে একজন কর্মকর্তার ভূমিকা পালন করেছিলেন। ২০১৬ সালের অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে দায়িত্বে ছিলেন। এবার মেঘালয়ের তরুণ রিওহলংকে দেখা যাবে ফিফার বিশ্বকাপ ফুটবলের মত বড় মঞ্চে।
আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ৩ নভেম্বর। এ জন্য ফিফা ৩৮ জন ম্যাচ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে ভারতের রিওহলং ধরের নাম রয়েছে। রিওহলং ধর মেঘালয় পুলিশ বিভাগে কাজ করে। ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে সহকারি রেফারি হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি বলেন, ''বিশ্বকাপের জন্য নিয়োগ পাওয়া খুবই সম্মানের। ফিফার প্রত্যাশা পূরণের জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।''
রিওহলং আরও জানিয়েছেন, ''আমিও এটাও মাথায় রাখব যে আমি ভারতের প্রতিনিধি হিসেবে থাকব, আমি ভারতের পতাকাকে উঁচু রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। ফুটবল ছাড়ার পর এবার রেফারি হিসেবে নিজের দক্ষতা তুলে ধরার চেষ্টা করেছিলাম। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে আমাকে যদি সাহায্য না করা হত তাহলে এই জায়গা পৌঁছাতে পারতাম না। ফেডারেশন রেফারিংয়ের উন্নতিতে রেফারিদের উন্নতিতে দারুণ কাজ করেছেন।''
বিতর্কে জড়ালেন বজরং পুনিয়া
বিনেশ ফোগতকে স্বাগত জানাতে এসেছিলেন দিল্লি বিমানবন্দরে। সেখানে এসেই ওই মুহূর্তে বিতর্কে জড়ালেন বজরঙ্গ। বিনেশের গাড়িতে ওঠার সময় কার্যত বনেটের ওপর উঠে পড়েছিলেন বজরঙ্গ। সেখানে ছিল জাতীয় পতাকার পোস্টার। তার ওপর পা দিয়ে দাঁড়িয়ে পড়েন বজরঙ্গ। যিনি বিনেশ ও সাক্ষীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কুস্তিগীরদের আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন। তবে জাতীয় পতাকার পোস্টারে বজরঙ্গের দাঁড়িয়ে থাকার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জাতীয় পতাকার ওপর জুতো পরা পা দিয়ে দাঁড়িয়ে কাঠগড়ায় বজরঙ্গ। সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়লেন ভারতীয় কুস্তিগীর।