আর চাই ১ উইকেট, আজ নতুন নজিরের হাতছানি অশ্বিনের সামনে
Ind vs NZ: ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিততে হলে নিউজিল্যান্ডকে সোমবার আরও ২৮০ রান করতে হবে। অন্যদিকে, ভারতের লক্ষ্য থাকবে, যত তাড়াতাড়ি সোমবার সকালেই নিউজিল্যান্ডের উইকেট তুলে নেওয়া।
কানপুর: আজ মাঠে নেমে আর মাত্র ১ উইকেট পেলেই নতুন নজির গড়বেন রবিচন্দ্রন অশ্বিন (ravichandran aswin)। টেস্টে ভারতের জার্সিতে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি হবেন তিনি। এই মুহূর্তে হরভজন (harbhajan) সিংহের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন এই তামিল স্পিনার। কানপুর (kanpur) টেস্টের চতুর্থ দিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে উইল ইয়ংকে আউট করার সঙ্গে সঙ্গেই ৪১৭ উইকেটের মালিক হন অশ্বিন। টেস্টে ভাজ্জির ঝুলিতেও রয়েছে ৪১৭ উইকেট।
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিততে হলে নিউজিল্যান্ডকে সোমবার আরও ২৮০ রান করতে হবে। অন্যদিকে, ভারতের লক্ষ্য থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব সোমবার সকালেই নিউজিল্যান্ডের উইকেট তুলে নেওয়া। এই পরিস্থিতিতে ভারতকে স্বস্তি দেবে একটি পরিসংখ্যান। ১৯৮৭ সালের পরের থেকে টেস্ট ক্রিকেটে ভারত কখনও ২৭৫-এর বেশি রানের লিড নিয়ে দেশের মাটিতে কোনও ম্যাচ হারেনি।
১৯৮৭ সালের নভেম্বরে দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৭৫ রানের লক্ষ্য রেখেছিল ভারত। আর সেই লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে টেস্ট জিতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর পর থেকে ভারত কখনও ২৭৫ রানের বেশি লিড নিয়ে দেশের মাটিতে টেস্টে হারেনি। যে কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই লিড স্বস্তি দিচ্ছে আর অশ্বিনদের।
ভারত-নিউজিল্যান্ড (Ind vs NZ) টেস্ট সিরিজে কাঠগড়ায় আম্পায়ারিং। প্রথম টেস্টে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম (Tom Latham) বারবার ডিআরএস নিয়ে বেঁচে যাওয়ার পর প্রাক্তন ক্রিকেটারেরা প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন আম্পায়ারিংয়ের মান নিয়ে। সেই ছবি দেখা গেল নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও। দুর্ভাগ্যের শিকার হয়ে সাজঘরে ফিরতে হল কিউয়ি ওপেনার উইল ইয়ংকে। আউট না হয়েও আউট হলেন তিনি।