(Source: ECI/ABP News/ABP Majha)
McCullum on KKR: রাসেল না থাকায় নষ্ট হয়েছে দলের ভারসাম্য, বলছেন কেকেআর কোচ ম্যাকালাম
পঞ্জাব কিংসের (PBKS) কাছে হেরে বেকায়দায় কলকাতা নাইট রাইডার্স (KKR)। পয়েন্ট টেবিলে এখনও চার নম্বরে থাকলেও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)।
দুবাই: পঞ্জাব কিংসের (PBKS) কাছে হেরে বেকায়দায় কলকাতা নাইট রাইডার্স (KKR)। পয়েন্ট টেবিলে এখনও চার নম্বরে থাকলেও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। শুক্রবারের হারের জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে কেকেআরের চার বোলারে খেলার স্ট্র্যাটেজিকে। পঞ্জাবের বিরুদ্ধে পঞ্চম বোলারের কাজ চালানো হয়েছে বেঙ্কটেশ আইয়ার ও নীতিশ রানাকে দিয়ে। যাঁরা ৩.৩ ওভারে খরচ করেছেন ৩৭ রান। একজন বোলার কম খেলানোর খেসারত কি ম্যাচ হেরে দিতে হল নাইটদের?
পঞ্জাবের কাছে হারের পর কেকেআর কোচ ব্রেন্ডন ম্য়াকালামের (Brendon McCullum) কাছে জানতে চেয়েছিল এবিপি লাইভ। দুবাই থেকে জুম কলে নিউজিল্যান্ডের কিংবদন্তি বললেন, 'আমরা ভেবেছিলাম এই উইকেটে একজন ব্যাটসম্যান বেশি খেলালে লাভবান হব। পরে ১৬৫ রান তোলার পর বলাবলি হচ্ছে একজন বোলার কম খেলানো হয়েছে।' এরপরই ম্যাকালামের সংযোজন, 'আসলে আন্দ্রে রাসেলের মতো একজন অলরাউন্ডার না থাকলে ধাক্কা তো খেতেই হয়। রাসেলের অনুপস্থিতি দলের ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে।'
শুক্রবার প্রবল বিতর্ক শুরু হয়েছে কে এল রাহুলের একটি ক্যাচ নিয়ে। পঞ্জাব ইনিংসের ঊনিশতম ওভারের ঘটনা। শিবম মাভির বলে বাউন্ডারি লাইলে কে এল রাহুলের ক্যাচ ধরেন রাহুল ত্রিপাঠি। মাঠের আম্পায়ার আউট দেন। পরে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে জানান যে, বল মাটিতে পড়ে গিয়েছিল। নট আউট দেন রাহুলকে। তা নিয়েই শুরু হয় তুমুল বিতর্ক। ইরফান পাঠানের মতো প্রাক্তন তারকারা জানিয়ে দিচ্ছেন, ওটা আউটই ছিল। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে ইরফান রীতিমতো হাতে বল নিয়ে দেখিয়ে দেন যে, আঙুল বলের নীচে থাকলেও অনেক সময় তা ক্যামেরায় ধরা পড়ে না আর সেটা আউট দেওয়াই নিয়ম। আম্পায়ারদেরও তা শেখানো হয়। কেকেআর অধিনায়ক অইন মর্গ্যানও জানিয়েছেন, ওটা আউটই ছিল বলে মনে হয়েছে তাঁর।
যদিও এবিপি লাইভের প্রশ্নে মর্গ্যান বিতর্ককে প্রশ্রয় দেননি। বলেছেন, 'মনে হয় না ওই ঘটনার কোনও প্রভাব ম্যাচের ফলাফলে পড়েছে।'