ODI World Cup: ফাইনালের সেরা ক্রিকেটার হেড, টুর্নামেন্টের সেরার স্বীকৃতি পেলেন কে?
IND vs AUS Final: টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কাকে করা হবে, তা নিয়ে জল্পনা ছিল।
আমদাবাদ: কার্যত একা হাতে দলকে ফাইনালে জিতিয়েছেন তিনি। তাঁর জন্যই ভারতীয় বোলাররা দ্রুত ৩ উইকেট তুলে নেওয়ার পর যে পাল্টা লড়াইয়ের স্বপ্ন দেখেছিল এক লক্ষ ৩২ হাজারের গ্যালারি, তা কার্যত একপেশে ম্যাচ হয়ে দাঁড়াল শেষের দিকে।
অস্ট্রেলিয়ার জয়ে সবচেয়ে উজ্জ্বল হয়ে রইলেন এমন একজন ক্রিকেটার, যিনি গোটা টুর্নামেন্টে খেলতেই পারেননি। ট্র্যাভিস হেড (Travis Head)। রবিবার ফাইনাল ছিল চলতি বিশ্বকাপে (ODI World Cup) তাঁর ষষ্ঠ ম্যাচ। চোটের জন্য বাকি পাঁচ ম্যাচে খেলেননি। ফাইনালে নামলেন। প্রথমার্ধে গ্লেন ম্যাক্সওয়েলের বলে পিছনের দিকে দৌড়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় শরীর ছুড়ে রোহিত শর্মার ক্যাচ তালুবন্দি করলেন। রণমূর্তি ধরা রোহিত (৩১ বলে ৪৭ রান) আর আধ ঘণ্টা ক্রিজে থাকলে ম্যাচটি একপেশে হয়ে যেতে পারত।
পরে সেই হেড ব্যাট হাতে ভারতীয় বোলিংকে দুঃস্বপ্ন উপহার দিলেন। চতুর্থ উইকেটে মার্নাস লাবুশেনের সঙ্গে ১৯২ রান যোগ করে ভারতের ম্যাচে ফেরার রাস্তা বন্ধ করে দিলেন হেড। ইনিংস ওপেন করতে নেমে বিধ্বংসী সেঞ্চুরি করলেন। ১২০ বলে ১৩৭ রান করে মহম্মদ সিরাজের বলে বাউন্ডারি লাইনে যখন ধরা পড়লেন, ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার ৪৩ বলে চাই ২ রান। কার্যত একা হাতে অস্ট্রেলিয়াকে ষষ্ঠবার বিশ্বকাপ জেতালেন হেড।
আর তার পুরস্কারও পেলেন হেড। তাঁকেই ম্যাচের সেরা বেছে নেওয়া হয়েছে। ফাইনালের সেরা ক্রিকেটারের স্বীকিত হাতে নিয়ে হেড বলেছেন, 'অবিশ্বাস্য দিন। এই জয়ের অংশ হতে পেরে দারুণ খুশি।' একটা সময় চোটের জন্য তাঁর বিশ্বকাপ খেলাই অনিশ্চিত ছিল। তবে মাঠে ফিরেছেন হেড। দলকে চ্যাম্পিয়ন করেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ছিলেন ভারতের ঘাতক। রবিবারও ভারতের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠলেন। হেড বলেছেন, 'চোট নিয়ে বাড়িতে বসে খেলা দেখার চেয়ে এটা হাজার গুণ ভাল। এই দিনটির জন্য অনেক পরিশ্রম করেছি।'
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কাকে করা হবে, তা নিয়ে জল্পনা ছিল। অনেকে ভেবেছিলেন, ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া মহম্মদ শামি পাবেন এই স্বীকৃতি। কিন্তু বোলার নয়, বেছে নেওয়া হয়েছে ব্যাটারকে। বিরাট কোহলি। ১১ ইনিংসে ৭৬৫ রান করে কোহলিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী। টুর্নামেন্টের সেরাও হয়েছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।