PAK vs SL Asia Cup Final LIVE: শ্রীলঙ্কার কাছে স্বপ্নভঙ্গ পাকিস্তানের, ফাইনালে ২৩ রানে পরাস্ত বাবর আজমরা
PAK vs SL Asia Cup Final 2022 LIVE: টি-টোয়েন্টি ফর্ম্যাটে এশিয়ার সেরা দল শ্রীলঙ্কা। পাকিস্তানকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন দাসুন শনাকারা।
LIVE

Background
Asia Cup Final Live: পাক-বধ করে এশীয় সেরা শ্রীলঙ্কা
শাদাব খানকে ফেরালেন তিকশানা। নাসিম শাহকে ফেরালেন প্রমোদ মধুশান। ২০ ওভারে ১৪৭ রানে শেষ পাকিস্তান। শ্রীলঙ্কা ২৩ রানে জয়ী হয়ে এশিয়া চ্যাম্পিয়ন হল।
PAK vs SL Asia Cup Final LIVE: এক ওভারে ৩ উইকেট হাসারাঙ্গার
৯ বলে ৬ রান করে ফিরলেন মহম্মদ নওয়াজ। দুরন্ত ছন্দে থাকা মহম্মদ রিজওয়ানকে (৪৯ বলে ৫৫ রান) ফেরালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এক বল পরেই আসিফ আলিকে বোল্ড করে দিলেন হাসারাঙ্গা। ফের এক বল পরে হাসারাঙ্গার শিকার খুশদিল শাহ (২)। ১৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১১২/৭।
PAK vs SL Asia Cup Final LIVE: ১৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১০১/৩
৩১ বলে ৩২ রান করে ফিরলেন ইফতিকার আমেদ। ১৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১০১/৩। ৩০ বলে আর ৭০ রান চাই পাকিস্তানের।
PAK vs SL Asia Cup Final LIVE: ১২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৮৮/২
১২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৮৮/২। ক্রিজে মহম্মদ রিজওয়ান (৪১) ও ইফতিকার আমেদ (৩২)।
Asia Cup Final Live: ৯ ওভারের শেষে পাকিস্তান তুলেছে ২ উইকেটে ৬৩
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ছিল ৩৬/২। ৯ ওভারের শেষে পাকিস্তান তুলেছে ২ উইকেটে ৬৩ রান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
