PAK vs SL Asia Cup Final LIVE: শ্রীলঙ্কার কাছে স্বপ্নভঙ্গ পাকিস্তানের, ফাইনালে ২৩ রানে পরাস্ত বাবর আজমরা
PAK vs SL Asia Cup Final 2022 LIVE: টি-টোয়েন্টি ফর্ম্যাটে এশিয়ার সেরা দল শ্রীলঙ্কা। পাকিস্তানকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন দাসুন শনাকারা।
LIVE
Background
দুবাই: টি-টোয়েন্টি ফর্ম্যাটে এশিয়ার সেরা ক্রিকেট দল কারা? এশিয়া সেরার যুদ্ধে আজ, রবিবার মাঠে নামছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফাইনালে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠালেন পাক অধিনায়ক বাবর আজম। রান তাড়া করার স্ট্র্যাটেজি নিল পাক শিবির।
সুপার ফোরে সব ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে দাসুন শনাকার দল। অন্যদিকে বাবর আজমের (Babar Azam) দল ভারত ও আফগানিস্তানকে হারালেও একমাত্র লঙ্কা বাহিনীর বিরুদ্ধে হেরে গিয়েছিল। সুপার ফোরে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এবার শ্রীলঙ্কা দলের সামনে।
এশিয়া কাপে এখনও পর্যন্ত মোট ১৬ ম্যাচ মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ১১বার জয় পেয়েছে শ্রীলঙ্কা, ৫ বার জয় পেয়েছে পাকিস্তান। মোট ২১ বার মুখোমুখি হয়েছে টি-টোয়েন্টিতে ২ দল। তার মধ্যে ১৩বার পাকিস্তান জয় পেয়েছে। ৮ বার জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও পাকিস্তান মোট ২টো ম্যাচ খেলেছে। ২ দলই একটি করে ম্যাচ জিতেছে। শেষ ৫ ম্যাচের সাক্ষাতে পাল্লা ভারী শ্রীলঙ্কার। ৩বার জয় ছিনিয়ে নিয়েছে লঙ্কা বাহিনী। ২ ম্যাচ জিতেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরশাহিতে অবশ্য পাকিস্তান অনেক এগিয়ে শ্রীলঙ্কার তুলনায়। ৫ ম্যাচের সাক্ষাতে ১টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা ও ৪ ম্যাচ জিতেছে পাকিস্তান। ২ দলের সাক্ষাতে প্রথমে ব্যাটিং করে ৭ বার জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। ৫ বার জয় পেয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে শ্রীলঙ্কা ১ বারই জয় পেয়েছে। ৮ বার জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান।
এশিয়া কাপে শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক উইকেট লাসিথ মালিঙ্গার। তিনি ১৬ উইকেট নিয়েছেন। পাকিস্তানের হয়ে সর্বাধিক উইকেট সৈয়দ আজমলের (১৪)। এশিয়া কাপে শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক রান তিলকরত্নে দিলশানের (৩২৩)। পাকিস্তানের জার্সিতে শোয়েব মালিক (৩৯৭) সর্বাধিক রান করেছেন।
আরও পড়ুন: কোহলির পর এবার স্টিভ স্মিথেরও খরা কাটল, দুই বছর পর এল ওয়ান ডে সেঞ্চুরি
Asia Cup Final Live: পাক-বধ করে এশীয় সেরা শ্রীলঙ্কা
শাদাব খানকে ফেরালেন তিকশানা। নাসিম শাহকে ফেরালেন প্রমোদ মধুশান। ২০ ওভারে ১৪৭ রানে শেষ পাকিস্তান। শ্রীলঙ্কা ২৩ রানে জয়ী হয়ে এশিয়া চ্যাম্পিয়ন হল।
PAK vs SL Asia Cup Final LIVE: এক ওভারে ৩ উইকেট হাসারাঙ্গার
৯ বলে ৬ রান করে ফিরলেন মহম্মদ নওয়াজ। দুরন্ত ছন্দে থাকা মহম্মদ রিজওয়ানকে (৪৯ বলে ৫৫ রান) ফেরালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এক বল পরেই আসিফ আলিকে বোল্ড করে দিলেন হাসারাঙ্গা। ফের এক বল পরে হাসারাঙ্গার শিকার খুশদিল শাহ (২)। ১৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১১২/৭।
PAK vs SL Asia Cup Final LIVE: ১৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১০১/৩
৩১ বলে ৩২ রান করে ফিরলেন ইফতিকার আমেদ। ১৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১০১/৩। ৩০ বলে আর ৭০ রান চাই পাকিস্তানের।
PAK vs SL Asia Cup Final LIVE: ১২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৮৮/২
১২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৮৮/২। ক্রিজে মহম্মদ রিজওয়ান (৪১) ও ইফতিকার আমেদ (৩২)।
Asia Cup Final Live: ৯ ওভারের শেষে পাকিস্তান তুলেছে ২ উইকেটে ৬৩
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ছিল ৩৬/২। ৯ ওভারের শেষে পাকিস্তান তুলেছে ২ উইকেটে ৬৩ রান।