WFI Election: জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন কবে? ঘোষণা হয়ে গেল দিনক্ষণ, মনোনয়ন জমা দেওয়ার তারিখ
Wrestlers Protest: অবশেষে দিনঘোষণা হল। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, আগামী ১২ অগাস্ট হবে জাতীয় কুস্তি সংস্থার বহুপ্রতীক্ষিত নির্বাচন। মনোনয়ন জমা দেওয়া যাবে ১ অগাস্ট।
নয়াদিল্লি: বারবার কোনও তারিখের কথা জানা গিয়েছে। পরমুহূর্তেই তা খারিজ হয়ে গিয়েছে। বলা হয়েছে, স্থগিত রাখা হচ্ছে নির্বাচন।
সকলেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন, জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন (WFI Election Date) নিয়ে টালবাহানা শেষ হবে কবে? কবে শেষ পর্যন্ত হবে নির্বাচন?
অবশেষে দিনঘোষণা হল। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, আগামী ১২ অগাস্ট হবে জাতীয় কুস্তি সংস্থার বহুপ্রতীক্ষিত নির্বাচন। মনোনয়ন জমা দেওয়া যাবে ১ অগাস্ট।
ভারতীয় কুস্তি সংস্থার বিদায়ী প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংহের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগতের মতো নামী কুস্তিগিররা। তারপর থেকেই কৌতূহল তৈরি হয়েছিল, নতুন করে সংস্থার নির্বাচন কবে হবে। আগে বেশ কয়েকবার দিন জানা গেলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে দেওয়া হচ্ছিল। তবে ব্রিজভূষণ বা তাঁর পরিবারের কেউ যে আর কুস্তি সংস্থার নির্বাচনে লড়াই করতে পারবেন না, তা আগেই ঠিক হয়ে গিয়েছে।
The Wrestling Federation of India (WFI) elections to be held on August 12; nominations to be filed on August 1.
— Press Trust of India (@PTI_News) July 21, 2023
ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে তোলপাড় হয়েছে দেশ। যদিও এখনই তাঁকে গ্রেফতার করা হলে লাভ হবে না বলে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর হলেও, এখনই গ্রেফতার করায় সায় নেই আদালতের।
ছ'বারের বিজেপি বিধায়ক ব্রিজভূষণকে বৃহস্পতিবারই জামিন দিয়েছে আদালত। জাতীয় কুস্তি সংস্থার অভিযুক্ত সহকারী সচিব বিনোদ তোমরের জামিনের আর্জিও মঞ্জুর করা হয়েছে। ৯ পাতার রায়ে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বলেছেন, 'অভিযোগগুলি খুবই গুরুতর। কিন্তু বিচারাধীন কাউকে অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখাটা ভারতীয় দণ্ডবিধির ২১ নম্বর ধারা লঙ্ঘন করে। আমার মতে এখনই গ্রেফতার করা হলে কাজের কাজ কিছুই হবে না।'
ম্যাজিস্ট্রেট এ-ও উল্লেখ করেন যে, তদন্ত চলার সময় পুলিশ ব্রিজভূষণকে গ্রেফতার করেনি এবং পুলিশের রিপোর্টে বলা হয়েছে যে, তদন্তে সহযোগিতাই করেছেন ব্রিজভূষণ। তাঁর বিরুদ্ধে ১৫ জুন চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন: বাবরদের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে কেকেআরে খেলে যাওয়া অলরাউন্ডার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন