Realme C33: ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা, প্রকাশ্যে রিয়েলমি সি৩৩ ফোনের স্টোরেজ এবং রঙের অপশন
Realme Smartphone: শোনা যাচ্ছে, ভারতে রিয়েলমি সি৩৩ ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি।
Realme Smartphone: ভারতে রিয়েলমি ‘সি’ সিরিজের (Realme C Series) নতুন ফোন লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, রিয়েলমি সি৩৩ (Realme C33) ফোন খুব তাড়াতাড়িই ভারতে লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই এই ফোনের কালার অপশন (Colour Option) এবং তিনটি স্টোরেজ কনফিগারেশন (Storage Configuration) প্রকাশ্যে এসেছে। রিয়েলমি সি৩৩ ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেলফি ক্যামেরা সেনসর সেট করা থাকতে পারে। এই ফোনে একটি IPS LCD ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ৬.৫ অথবা ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে রিয়েলমি সি৩৩ ফোনে। এছাড়াও এই ফোনে একটি Unisoc SoC থাকতে পারে। এর পাশাপাশি এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকার কথা শোনা গিয়েছে।
ভারতে রিয়েলমি সি৩৩ ফোনের সম্ভাব্য দাম
রিয়েলমির এই ফোন Sandy Gold, Aqua Blue, Night Sea- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে। এছাড়াও এই ফোন তিনটি কনফিগারেশনে লঞ্চ হতে পারে। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে রিয়েলমি সি৩৩ ফোন। শোনা যাচ্ছে, রিয়েলমি সি৩৩ ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকার মধ্যে হতে পারে। অন্যান্য ভ্যারিয়েন্টের দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এখনও পর্যন্ত যা তথ্য প্রকাশ্যে এসেছে সেগুলিও বিভিন্ন সূত্র মারফত শোনা গিয়েছে। রিয়েলমি সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি।
রিয়েলমি সি৩৩ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে একটি ৬.৫ বা ৬.৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকতে পারে। তার উপরে একটি প্যাটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন থাকতে পারে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করা থাকতে পারে।
- এই ফোনে একটি Unisoc SoC থাকতে পারে। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে একটি প্রাইমারি, একটি ডেপথ এবং একটি ম্যাক্রো সেনসর থাকতে পারে।
- রিয়েলমি সি৩৩ ফোনে Realme UI R Edition- এর সাপোর্ট থাকতে পারে। এছাড়াও একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।