Vespa Scooter: ট্যাঙ্ককেও উড়িয়ে দিত এই স্কুটার! মিসাইল-যুক্ত ভেসপার অবাক করা লুক!
Vespa Anti Tank Scooter: ইন্ডিয়ান এয়ারোস্পেস ডিফেন্স নিউজ সম্প্রতি ভেসপার যে ছবি শেয়ার করেছে তা দেখলে অবশ্য অবাক হতে হবে।
নয়া দিল্লি: একসময় স্কুটার বলতে বাজার কাঁপাত ভেসপা (Vespa), চেতকের (Chetak) মতো মডেল। স্কুটির (Scooty) বাজার তখনও জনপ্রিয় হয়নি। সেই সময় মধ্যবিত্তের 'ফ্যামিলি কার' বলতে ছিল এই স্কুটারগুলিই। শক্তপোক্ত, ক্লাচ, ফুট ব্রেক লাগানো এই গাড়িগুলির মাইলেজও ছিল তেমনই। ইন্ডিয়ান এয়ারোস্পেস ডিফেন্স নিউজ সম্প্রতি ভেসপার যে ছবি শেয়ার করেছে তা দেখলে অবশ্য অবাক হতে হবে।
ভেসপার এই 'লুক' অনেকেরই অজানা। স্কুটারের মতোই দেখতে, অথচ এ যেন যুদ্ধক্ষেত্রের স্কুটার! সিটের জায়গায় বসানো মিসাইল, পাশে রয়েছে বড় বড় রিকোয়েললেস রাইফেল। একে অবশ্য 'সাধারণ' স্কুটার না বলে অ্যান্টি ট্যাঙ্ক স্কুটার নামেই ডাকা হত।
The Vespa 150 TAP was an anti-tank scooter made in the 1950s from a #Vespa scooter for use with French paratroops (troupes aéroportées, TAP).
— Indian Aerospace Defence News - IADN (@NewsIADN) November 19, 2023
Introduced in 1956 and updated in 1959. Modifications from the civilian Vespa included a reinforced frame and a 75 mm (3.0 in) recoilless… pic.twitter.com/e6R5lXTOAe
এক্স হ্যান্ডেলে এর একটি ছবি পোস্ট করেছে ইন্ডিয়ান এয়ারোস্পেস ডিফেন্স নিউজ। সেখানে বলা হচ্ছে ১৪৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার টু-স্ট্রোক স্কুটারটি ফরাসি প্যারাট্রুপারদের ট্যাঙ্ক-ব্লাস্টিং অস্ত্রে পরিণত হয়ে যায়। তৈরি হয় অ্যান্টি-ট্যাঙ্ক ভেসপার প্রাথমিক রূপ। এটি প্রথম ১৯৫৬ সালে চালু হয়েছিল। পরে ১৯৫৯ সালে এটিকে আপডেট করা হয়।
জানা যায়, একটি সাধারণ স্কুটারকেই অসাধারণ করার চেষ্টা করা হয়। প্রথমে এটিতে একটি ৭৫ মিমি অর্থাৎ ৩ ইঞ্চি রিকোয়েললেস রাইফেল জুড়ে দেওয়া হয়েছিল। পরে এতে M20 ৭৫ মিমি রিকোয়েললেস রাইফেল বসানো হয়। এই বন্দুকটির বুলেট ৪ ইঞ্চি পুরু ইস্পাতের শক্ত দেয়ালও ফুটো করে দিতে পারে। হাই এক্সপ্লোসিভ অ্যান্টি-ট্যাঙ্ক ওয়ারহেড ইনস্টল করে দেওয়া হয়, যেটির সাহায্যে অনায়াসে যুদ্ধের ট্যাঙ্কও উড়িয়ে দেওয়া যেত।
এই স্কুটারের আর কী কী বিশেষত্ব রয়েছে?
সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাথমিকভাবে স্কুটারটির ওজন ছিল মাত্র ১১৫ কেজি। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৬৬ কিলোমিটার গতিতে ছুটতে পারে। এই স্কুটারে দুটি ফুয়েল ট্যাঙ্ক ছিল। দুটি ফুয়েল ট্যাঙ্ক পেট্রোলে ভরা থাকলে এই অ্যান্টি-ট্যাঙ্ক ভেসপা স্কুটারটি একটানা ২০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। প্যারাসুটের মাধ্যমে স্কুটারটিকে যুদ্ধক্ষেত্রে নামানো হত। এর পর সেনারা অ্যান্টি-ট্যাঙ্ক ভেসপা স্কুটারে চড়ে গোপনে শত্রুর উপর হামলা চালাত।
তবে একসময় এটির ব্যবহার থাকলেও এখন আর এর ব্যবহার নেই। বর্তমানে সংগ্রহশালাতে ঠাঁই পেয়েছে এই মডেল।
আরও পড়ুন, বিশ্বকাপে অজিদের কাছে হার রোহিত-ব্রিগেডের, ভারতের পরাজয়ে কেঁদে ভাসাল খুদে অনুরাগী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y