Kolkata Crime: ২৪ ঘণ্টা পর পেট্রোল পাম্পে তাণ্ডবে মূল অভিযুক্ত গ্রেফতার। ABP Ananda Live
ABP Ananda Live: খাস কলকাতায় (Kolkata) দুষ্কৃতী তাণ্ডব, অবশেষে গ্রেফতার। প্রায় ২৪ ঘণ্টা পর পেট্রোল পাম্পে তাণ্ডবে মূল অভিযুক্ত গ্রেফতার। বেহালার বুড়ো শিবতলা থেকেই গ্রেফতার অভিযুক্ত মহম্মদ মহিনুর সর্দার ওরফে বাপ্পা। 'গতকাল বেহালায় পেট্রোল পাম্পে তাণ্ডব চালায় বাপ্পা'। একের পর এক গাড়ি ভাঙচুর, পাম্পের কর্মীদেরও মারধরের অভিযোগ।
অন্য়দিকে, রাজভবনের সামনে টানটান নাটক। ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়াদের নিয়ে রাজভবনে ঢুকতেই পারলেন না শুভেন্দু। ২০০জনকে প্রবেশের অনুমতি রাজভবনের, ব্যারিকেডেই আটকে দিল পুলিশ । ১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে রাজভবনের বাইরে আটকাল পুলিশ। 'রাজ্যপালের লিখিত অনুমতি সত্ত্বেও ঢুকতে দিল না পুলিশ'। 'জরুরি অবস্থার সময়ও এমন হয়নি'। ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ শুভেন্দুর। হাইকোর্টে মামলারও হুঁশিয়ারি বিরোধী দলনেতার।