Weather Today: আজ এই মরসুমের শীতলতম দিন, একদিনে ৩ ডিগ্রি নেমেছে পারদ
আরও নীচে নামল পারদ। আজ এই মরশুমের শীতলতম দিন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে ৩ ডিগ্রি নেমেছে পারদ। ঠান্ডায় কাঁপছে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাই। দার্জিলিং ৩ দশমিক ৮, কালিম্পং ৭ দশমিক ৫, জলপাইগুড়ি ১০, বর্ধমান ৮ দশমিক ৬, পুরুলিয়া ৯ দশমিক ৮, শ্রীনিকেতন ৯ দশমিক ৪, উলুবেড়িয়া ১১, পানাগড় ১০ দশমিক ৬, আসানসোল ১০ দশমিক ৮ ও ব্যারাকপুরে তাপমাত্রা ১১. দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। সপ্তাহান্তে ঝাড়খণ্ড লাগোয়া রাজ্যের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামী সপ্তাহের গোড়ায় ফের উর্ধ্বমুখী হবে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া কিছুটা গতি হারাবে। তাতে শীতের আমেজে ভাঁটা পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।