RG Kar Protest LIVE: আজ লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা। ঠেকাতে লোহার ব্যারিকেড পুলিশের
ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যালে চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা। ঠেকাতে লোহার ব্যারিকেড পুলিশের।
আরও খবর, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার। এখনও কিনারা হয়নি সেই রহস্যের। এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা। আজ দুপুর দুটোয় কলেজ স্কোয়ারে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল করে লালবাজার অভিযানে যাবেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর মেডিক্যালে এবার টেলি মেডিসিনের হেল্পলাইন নম্বর-বিতর্ক। '৪টি হেল্পলাইন নম্বরের মধ্যে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে একটি নম্বর', ৩টি নম্বরেই কাজ চালাতে হচ্ছে, দাবি জুনিয়র ডাক্তারদের। কী কারণে হঠাৎ বন্ধ হয়ে গেল একটি হেল্পলাইন নম্বর, অন্ধকারে জুনিয়র ডাক্তাররা।