(Source: ECI/ABP News/ABP Majha)
Anwarul Azim Anar: কলকাতায় চিকিৎসা করাতে এসে 'খুন' বাংলাদেশের সাংসদ, দেহের খোঁজে চলছে তল্লাশি
কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ( Bangladesh MP Murder ) । ১২ মে ভারতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। ৯ দিন ধরে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। কলকাতায় চিকিৎসা করাতে এসে ৯ দিন ধরে নিখোঁজ থাকার পর বাংলাদেশের সাংসদ খুন হয়েছেন, বলে মনে করছে পুলিশ। বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমের গাড়ি আগেই উদ্ধার করেছিল নিউটাউন থানার পুলিশ। বেশ কয়েকদিন ধরেই ঘটনার তদন্ত চালাচ্ছিল পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে দুই সন্দেহভাজনকে আগেই আটক করা হয়। তাঁদের বয়ানের সূত্র ধরেই বাংলাদেশের সাংসদের রহস্যজনক অন্তর্ধান-তদন্তে বুধবার নিউটাউনের একটি আবাসনে তল্লাশি চালায় বিধাননগর কমিশনারেটের পুলিশ। সূত্রের খবর, আবাসনের CC ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে, যে ৩ জন ব্যক্তি সাংসদের সঙ্গে ছিলেন, পরে তাঁরা বেরিয়ে গেলেও সাংসদকে বার হতে দেখা যায়নি। পুলিশ ওই ফ্ল্যাটের মেঝে , বেসিনে চাপ-চাপ রক্তের দাগ পেয়েছে। এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না, তাঁর দেহ কোথায় ! পুলিশ সূত্রে খবর, ১২ মে ভারতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। দুই ব্যক্তিকে নিয়ে বরানগরে এক পরিচিতর বাড়িতে যান। পরিচিতর দাবি, প্রথমে চিকিৎসককে দেখাতে যাচ্ছেন বললেও, পরে সাংসদ জানান দিল্লিতে তাঁর জরুরি বৈঠক রয়েছে। তারপর থেকেই বাংলাদেশের সাংসদের খোঁজ মিলছে না বলে অভিযোগ।একাধিকবার বাংলাদেশের সাংসদ হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সদস্য।