Post Office-এর কোন স্কিমে কত ন্যূনতম ব্যালেন্স জানেন ? নিয়ম না মানলে হতে পারে জরিমানা
Post Office Minimum Balance Rule : আপনিও যদি ঝুঁকি ছাড়াই নিরাপদে বিনিয়োগ করতে চান, তাহলে পোস্ট অফিস স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন।
Post Office Minimum Balance Rule: ভাল রিটার্নের সঙ্গে সরকারি সুরক্ষার কারণে এখনও দেশের একটি বড় অংশ পোস্ট অফিস(Post Office) স্কিমে বিনিয়োগ করেন। আমানতকারীদের চাহিদার কথা মাথায় রেখে আলাদা স্কিম তৈরি করেছে ইন্ডিয়া পোস্ট (India Post)। আপনিও যদি ঝুঁকি ছাড়াই নিরাপদে বিনিয়োগ করতে চান, তাহলে
পোস্ট অফিস স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন।
পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করতে আপনাকে বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে হবে। এই সব অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের নিয়ম আলাদা। এর পাশাপাশি সব স্কিমে রিটার্ন ও সুদের হারের মধ্যেও পার্থক্য রয়েছে। জেনে নিন বিভিন্ন পোস্ট অফিস স্কিমে ন্যূনতম ব্যালেন্সের নিয়মাবলী।
পোস্ট অফিসে সুদের হার ও ন্যূনতম ব্যালেন্স
-ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট - ন্যূনতম ব্যালেন্স -100 টাকা ও সুদের হার 5.8 শতাংশ৷
Monthly Income Scheme-মাসিক আয় স্কিমে ন্যূনতম ব্যালেন্স 1000 টাকা ও সুদের হার 6.6 শতাংশ৷
পোস্ট অফিস টাইম ডিপোজিট-পিপিএফ অ্যাকাউন্টে(Post Office PPF Scheme)- এই স্কিমে ন্যূনতম ব্যালেন্স 500 টাকা ও সুদের হার 7.1 শতাংশ রাখা হয়েছে৷
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট - SSA-তে সর্বনিম্ন 250 টাকা রাখা প্রয়োজন ও এতে সুদের হার 7.6 শতাংশ৷
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (SCSS) ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে 1000 টাকা ও সুদের হার 7.4 শতাংশ।
জাতীয় সঞ্চয় শংসাপত্র-National Savings Certificate-এ ন্যূনতম ব্যালেন্স 1000 টাকা বজায় রাখতে হবে। এতে সুদের হার 6.8 শতাংশ।
কিষাণ বিকাশ পত্র - কিষাণ বিকাশ পত্রে (KVP), আপনাকে কমপক্ষে 1000 টাকা রাখতে হবে। যাতে আপনি 6.9 শতাংশ চক্রবৃদ্ধি হারে সুদ পেতে পারবেন।
কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ?
আপনি যেকোনও পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করতে অনলাইন মোড ও অফলাইন মোড উভয়ই ব্যবহার করতে পারেন। অনলাইনে একটি অ্যাকাউন্ট খুলতে আপনি ভারতীয় পোস্ট অফিসের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। এছাড়াও, আপনি বাড়ির নিকটতম শাখায় গিয়ে অফলাইনেও আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন।