HDFC Bank: FD ভেঙে ৩ কোটি লুট করেছে ব্যাঙ্ককর্মী, গ্রাহকের অভিযোগে আইনি নোটিশ HDFC ব্যাঙ্ককে
HDFC Bank Manager: সম্প্রতি এক বয়স্ক মহিলা গ্রাহক অভিযোগ করেছেন যে মুম্বইয়ের একটি এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) শাখার ম্যানেজার তাঁর ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) ভেঙে কোটি কোটি টাকা সরিয়ে নিয়েছেন।
Bombay HC: সম্প্রতি এক বয়স্ক মহিলা গ্রাহক অভিযোগ করেছেন যে মুম্বইয়ের একটি এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) শাখার ম্যানেজার তাঁর ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) ভেঙে কোটি কোটি টাকা সরিয়ে নিয়েছেন। আর এই প্রসঙ্গে তিনি বম্বে উচ্চ আদালতের (Bombay High Court) কাছে মামলাও দায়ের করেছেন এবং অভিযোগকারিনীর বয়ানের ভিত্তিতে আদালতের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ককে।
মঙ্গলবার বম্বে উচ্চ আদালত এই মর্মে নোটিশ জারি করেছে যে গ্রাহকের ফিক্সড ডিপোজিট ভেঙে ৩ কোটি টাকা লুটের অভিযোগে এইচডিএফসি ব্যাঙ্কের সেই ম্যানেজারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অভিযোগকারী গ্রাহকের নাম মীনাক্ষী কাপুরিয়া, তিনি তাঁর অভিযোগপত্রে উল্লেখ করেছেন যে তাঁর ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার পায়েল কোঠারি তাঁর ফিক্সড ডিপোজিট ভেঙে মোট ৩ কোটি টাকা লুট করেছেন এবং গোপনে নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন।
এই ঘটনা শুনে আইনজীবী রেবতী মোহিতে দেঁরে এবং পৃথ্বীরাজ চৌহান জানিয়েছেন যে একটি ব্যাঙ্ককে মানুষ বিশ্বাস করে সম্পূর্ণভাবে, আর রিলেশনশিপ ম্যানেজার সেই মানুষকেই সিঁড়ি করে নিজের আখের গোছাতে চাইলেন। এরপরে ব্যাঙ্কিং পরিষেবার উপরে আর কি বিশ্বাস থাকবে মানুষের ?
সোমবার দায়ের করা সেই অভিযোগপত্রে মীনাক্ষী নামের সেই গ্রাহক লিখেছেন যে সেই রিলেশনশিপ ম্যানেজার একটি ভুয়ো অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার করেছেন এবং তিনি যে এত বিপুল অঙ্কের টাকা ট্রান্সফার করেছেন তার বিনিময়ে কোনো এসএমএস অ্যালার্ট পাননি তিনি। কারণ সেই রিলেশনশিপ ম্যানেজার গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নম্বর ঠিকানা ইত্যাদি সবই বদলে দিয়েছিলেন। গ্রাহকের আইনজীবী দাবি করছেন যে রিলেশনশিপ ম্যানেজার গ্রাহকের আস্থা অর্জন করে তাঁর থেকে ব্ল্যাঙ্ক চেক লিখিয়ে নিয়েছিলেন এবং তাঁকে আশ্বাস দিয়েছিলেন যে তাঁর টাকা মিউচুয়াল ফান্ডে গোল্ড বন্ডে এবং নতুন ফান্ড অফারে বিনিয়োগ করা হবে। যখন সেই গ্রাহক পুলিশে এই বিষয়ে অভিযোগ করেন পুলিশের ডিসিপি তাঁকে রিলেশনশিপ ম্যানেজারের সঙ্গে বিষয়টি মিটিয়ে নিতে বলেন, কিন্তু সেই গ্রাহকের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হয়েছিল যেখানে পড়েছিল মাত্র ৩০ হাজার টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Petrol Cost: গাড়িতে পেট্রোল ডিজেল ভরাতে কত টাকা পান মন্ত্রী বা বিধায়করা ? কী রয়েছে নিয়ম ?