Income Tax: ফর্ম ১৬ না পেলেও সমস্যা হবে না, এই ৫ নথি দিয়েই জমা হবে ITR
Form 16: ফর্ম ১৬ ছাড়া অন্য নথি দিয়েও আয়কর জমা করা যায়, টিডিএস (TDS Deduction) ফেরতও পাওয়া যায়। কোন কোন নথি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেখে নিন। এর মধ্যে রয়েছে ফর্ম ২৬এএস, এআইএস ইত্যাদি নথি।
ITR Filing: আগামী ৩১ জুলাই-এর মধ্যেই জমা দিতে হবে ২০২৩-২৪ অর্থবর্ষের আয়কর। চাকরিজীবীদের ক্ষেত্রে আয়কর জমা দেওয়ার জন্য দরকার পড়ে ফর্ম ১৬। এই ফর্মেই উল্লেখ থাকে বেতন থেকে কত শতাংশ টিডিএস কেটেছে সংস্থা। আর ফর্ম ১৬-এর (Form 16) মাধ্যমে আয়কর জমা (Income Tax Filing) করলেই কেটে নেওয়া টিডিএস ফেরত পাওয়া যায়। তবে ফর্ম ১৬ না পেলে কি আয়কর জমা করতে পারবেন না ? ফর্ম ১৬ ছাড়া অন্য নথি দিয়েও আয়কর জমা করা যায়, টিডিএস (TDS Deduction) ফেরতও পাওয়া যায়। কোন কোন নথি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেখে নিন।
Form 26AS
আয়কর জমার (Income Tax Filing) ক্ষেত্রে ফর্ম ২৬এএস একটি গুরুত্বপূর্ণ নথি। কোনও একটি নির্দিষ্ট বছরে আপনার ট্যাক্স স্ট্যাটাস দেখায় এই ফর্মে। সমস্ত ট্যাক্স সংক্রান্ত তথ্য এখানে ভেঙে ভেঙে উল্লেখ করা থাকে। টিডিএস, অগ্রিম কর, উচ্চ মূল্যের লেনদেন, কর রিফান্ড, ট্যাক্স ডিডাকশন ইত্যাদি তথ্য এখানে উল্লেখ করা থাকে।
Annual Information Statement
আয়কর জমার (ITR Filing) ক্ষেত্রে অ্যানুয়াল ইনফর্মেশন স্টেটমেন্ট একটি গুরুত্বপূর্ণ নথি। এখানে উল্লেখ থাকে বিনিয়োগ থেকে আয়, স্টকের কেনা বেচা, মিউচুয়াল ফান্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমানত ইত্যাদি সমস্ত নথি। AIS নথিতে কোনও অসঙ্গতি থাকলে তা আপনি চাইলে জানাতে পারেন আয়কর বিভাগকে। তবে এই অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট দিয়ে সরাসরি আয়কর জমা করা যাবে না।
Tax Information Summary
অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টেরই একটি অংশ হল ট্যাক্স ইনফর্মেশন সামারি। আপনার আয়ের সমস্ত তথ্য একত্রে পাওয়া যায়, ডিভিডেন্ড, সুদ এবং বেতনের তথ্য এতে উল্লেখ করা থাকে। এর মাধ্যমে আপনার আইটিআর ফাইল আগে থেকে পূরণ করা থাকে। এতে কিছুটা সুবিধা হয় করদাতার।
Salary Slip
চাকরিজীবীদের ক্ষেত্রে স্যালারি স্লিপে উল্লেখ থাকে গ্রস স্যালারি, অ্যালাউয়েন্স, ডিডাকশন, নেট স্যালারি ইত্যাদি উল্লেখ থাকে যা কর জমা দেওয়ার কাজে লাগে।
এছাড়া ব্যাঙ্ক স্টেটমেন্টও আয়কর জমা দেওয়ার কাজে লাগে। এই ব্যাঙ্ক স্টেটমেন্টে সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট ইত্যাদিতে আমানত এবং প্রাপ্ত সুদের পরিমাণের উল্লেখ থাকে। টাকা লেনদেনের উল্লেখ থাকে। কিছু ব্যাঙ্কে সুদের হার একটা নির্দিষ্ট সীমা পেরোলে তাঁর থেকে টিডিএস কেটে নেয়। ব্যাঙ্ক স্টেটমেন্টে এই টিডিএসের উল্লেখ থাকলে তা আয়কর জমার সময় আপনি ফেরতের দাবি জানাতে পারেন।
আরও পড়ুন: Stock Market Today: মোদি-শাহে আস্থা ! ৬ দিনে BSE মার্কেট ক্যাপ ছাড়াল ৩৪.৫০ কোটি টাকা