(Source: ECI/ABP News/ABP Majha)
Vodafone Idea: ৬ বার সাবস্ক্রিপশন, খুচরো বিনিয়োগে সাড়া মিলল না ভোডাফোন আইডিয়ার শেয়ারে- কত বাড়ল দাম ?
FPO News: BSE-র দেওয়া তথ্য অনুযায়ী, ভোডাফোন আইডিয়ার এফপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৩৬০ কোটি শেয়ার সংরক্ষিত ছিল। আর এই বিভাগে সর্বমোট ৬৩,২১,০৫, ৩৮,৭৭৬টি শেয়ারের সাবস্ক্রিপশন জমা পড়েছে।
Vodafone Idea FPO: ১৮০০০ কোটি টাকার এফপিও বাজারে এনেছিল ভোডাফোন আইডিয়া। আজ শেষদিন ছিল সাবস্ক্রিপশনের। ৬ বার সাবস্ক্রাইব হয়েছে এই এফপিও (Vodafone Idea)। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এই এফপিও ওভারসাবস্ক্রাইব হলেও খুচরো বিনিয়োগকারীদের থেকে সেভাবে সাড়া মেলেনি। খুচরো বিনিয়োগকারীদের থেকে সম্পূর্ণ ১ বারও সাবস্ক্রাইব হয়নি এই এফপিও। ০.৯১ বার সাবস্ক্রিপশন এসেছে খুচরো বিনিয়োগকারীদের থেকে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ঢেউ ভোডাফোনের এফপিওতে
BSE-র দেওয়া তথ্য অনুযায়ী, ভোডাফোন আইডিয়ার এফপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৩৬০ কোটি শেয়ার সংরক্ষিত ছিল। আর এই বিভাগে সর্বমোট ৬৩,২১,০৫, ৩৮,৭৭৬টি শেয়ারের সাবস্ক্রিপশন জমা পড়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত কোটা ১৭.৫৬ বার সাবস্ক্রাইব করা হয়েছে। অন্যদিকে অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ছিল ২ কোটি ৭ লক্ষ শেয়ার। সেখানে মোট ১১,১৪,৩৮,৯৪,৬৩০টি শেয়ারের আবেদন গৃহীত হয়েছে। সব মিলিয়ে ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) এফপিও মোট ৬.৩৬ বার সাবস্ক্রাইবের পরে বন্ধ হয়েছে আজ।
এফপিওর মাধ্যমে ১৮০০০ কোটি সংগ্রহ করবে ভোডাফোন আইডিয়া
দেশের এখনও পর্যন্ত বৃহত্তম এফপিও এনেছিল ভোডাফোন আইডিয়া। আর্থিক সঙ্কট থেকে এই সংস্থাকে মুক্তি দিতে ইকুইটি ও ঋণের মাধ্যমে বাজার থেকে ৪৫০০০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছে। ১১ টাকার ফেসভ্যালু মূল্যের ইকুইটি ইস্যুর মাধ্যমে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ৫৪০০ কোটি টাকা তুলেছে এই সংস্থা।
ফ্ল্যাট বন্ধ হয়েছে শেয়ার
১৮ এপ্রিল চালু হয়েছিল ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) এফপিওর সাবস্ক্রিপশন, আজ ২২ এপ্রিল বন্ধ হল এই এফপিওতে সাবস্ক্রিপশন। সংস্থার পক্ষ থেকে শেয়ার পিছু ১০-১১ টাকা প্রাইসব্যান্ড রাখা হয়েছিল। একটি লটে ১২৯৮টি শেয়ার ছিল এই এফপিওর। আজ বাজার বন্ধের সময় ভোডাফোন আইডিয়ার শেয়ার ১২.৯০ টাকায় ফ্ল্যাট বন্ধ হয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: HDFC Bank: কর্মীদের ১৫০০ কোটি টাকা দেবে HDFC ব্যাঙ্ক ! কী জানালেন সিইও ?