Durga Puja 2022: সুসময়ে ফেরার বার্তা, পুজোর থিমে করোনাকালের দুঃসময় তুলে ধরছে বাগুইআটির উদয়ন সঙ্ঘ
Baguiati Udayan Sangha: দুঃসময় কাটিয়ে সুসময়ে ফেরার বার্তা প্রতিমা এবং মণ্ডপে ফুটিয়ে তুলছেন উদ্যোক্তারা।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: করোনাকালের (Corona) কঠিন সময়ের কিছু মূহুর্ত ধরা দিচ্ছে বাগুইআটির উদয়ন সঙ্ঘের (Baguiati Udayan Sangha) পুজোয় (Durga Puja 2022)। দুঃসময় কাটিয়ে সুসময়ে ফেরার বার্তা প্রতিমা এবং মণ্ডপে ফুটিয়ে তুলছেন উদ্যোক্তারা।
দুঃসময় কাটিয়ে সুসময়ে ফেরার বার্তা: দুঃসময়কে আমরা যতই ভুলতে চাই না কেন, দুঃসময়ের প্রভাব আমরা কখনই অস্বীকার পারি না। এই যেমন গত কয়েকটা বছর গোটা বিশ্বের যেভাবে কেটেছে, সেই সময়ের প্রভাব কী করে আমরা এড়িয়ে যাব? করোনার যে প্রভাব গোটা বিশ্বে পড়েছে, তার থেকে মুক্ত থাকেনি বাংলাও। সেখানে কোথাও গিয়ে বন্ধ হয়েছে স্কুল, কোথাও কুমোরটুলি শুনশান, কোথাও আবার হাসপাতালের বেডে শুয়ে লড়াই চালিয়ে গিয়েছেন রোগী। কখনও যুদ্ধ জয় করেছেন তিনি। কখনও বা ব্যর্থ হয়েছেন। আর সেই খারাপ সময়টাই এবার ফুটে উঠছে বাগুইআটির উদয়ন সঙ্ঘের (Baguiati Udayan Sangha) পুজোয় (Durga Puja 2022)।
View this post on Instagram
কেন এই ভাবনা? এবিষয়ে পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, “একটি কঠিন সময় আমাদের জীবনে নেমে এসেছিল। সময়টা যেভাবে পার করেছি, সেটা আশাও করিনি। মা দুর্গার আগমনে একটা ইতিবাচক বার্তা দিচ্ছি যে খারাপ সময় থেকে ভাল সময় ফিরছি। মা দুর্গা সবাইকে বিপদ থেকে রক্ষা করছে এই বার্তা দেওয়া হবে আমাদের এই থিমের মাধ্যমে। সারা বিশ্বে যত জনকে হারিয়েছি তাঁদেরও শ্রদ্ধা জানাচ্ছি আমরা।’’ প্যান্ডেলর মূল প্রবেশ পথ থেকে মা দুর্গার দিকে যত এগনো যাবে, ততই সুখ বার্তা স্পষ্ট হয়ে উঠবে।
পুরনো ছন্দে ফিরছে বঙ্গবাসী: করোনার আবহেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দিনযাপন। গত দু বছর নানা বিধি পেরিয়ে এবার উৎসবে অনেকটা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে বঙ্গবাসী। আকাশে মেঘ-রোদ্দুরের ফাঁকে পেঁজা তুলোর মেঘ জানিয়ে দিচ্ছে, হাতে আর মাত্র কয়েকটা দিন। এই মুহূর্তে তাই চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। বাড়ির পুজো থেকে বারোয়ারি- সেজে উঠছে অভিনব সব সাজে। বারোয়ারি পুজোগুলোতে এবছরও থিমের রমরমা। অন্যান্য সমাজের নানা দিক থেকে নানা বার্তা তুলে ধরছেন পুজো উদ্যোক্তারা। প্যান্ডেলে, প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তুলছেন সংশ্লিষ্ট বিষয়।