BJP Women wing Avijan: রাজ্য মহিলা কমিশনে বিজেপি মহিলা মোর্চার তালা লাগাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার
RG Kar Hospital Doctor Death Protest: RG কর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল বিজেপি মহিলা মোর্চার তরফে। সেই কর্মসূচি শুরুর আগেও উত্তেজনা দেখা দিয়েছে।
উজ্জ্বল মুখোপাধ্যায়,কলকাতা: RG কর হাসপাতালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে (RG Kar Hospital Doctor death protest) শুক্রবার সল্টলেকের অবস্থিত পশ্চিমবঙ্গে মহিলা কমিশনে বিজেপি মহিলা মোর্চার তালা লাগাও কর্মসূচিকে (West Bengal BJP Women wing Avijan) কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। প্রতীকী একটি তালাও নিয়ে যান বিক্ষোভকারীরা মহিলা কমিশনে যাওয়ার রাস্তায় বিজেপি মহিলা মোর্চার সদস্যদের আটকাতে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ। পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের সামনেও প্রচুর মহিলা পুলিশ কর্মী মোতায়েন করার পাশাপাশি ব্যারিকেডও গড়ে তোলা হয়। মহিলা কমিশনে ঢুকতে না পেয়ে রাস্তার ওপরে বসেই স্লোগান দিতে থাকেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পুলিশ মিছিল আটকালে তাঁদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তাঁরা। বৃষ্টির মধ্যেই শুরু হয় তুমুল বিক্ষোভ ও দু-পক্ষের খণ্ডযুদ্ধ।
মিছিলে থাকা মহিলা মোর্চার সদস্যরা সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে থেকে চাইলে কর্মসূচি শুরুর আগেই করুণাময়ীতে ব্যাপক হারে ধরপাকড় চালায় পুলিশ। যাকে কেন্দ্র করে পুলিশ ও রাজ্য প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন আসানসোলের বিজেপি বিধায়কা অগ্নিমিত্রা পাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী থেকে হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। প্রশ্ন তোলেন ১৪ অগাস্ট রাতে আরজি হাসপাতালে দুষ্কৃতী হামলার দিনে এত পুলিশি তৎপরতা কোথায় ছিল।
অগ্নিমিত্রা পাল বলেন, "কোনও বাধা আমরা মানব না। আমাদের আন্দোলন চলবে। আমাদের কর্মসূচির জেরে ভয় পেয়েছেv মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য এত পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে আটকানোর চেষ্টা করছেন।"
প্রাক্তন কেন্দ্রীয় দেবশ্রী চৌধুরী বলেন, "রাজ্যে মহিলাদের ওপর প্রতিদিনই অত্যাচারের ঘটনা ঘটছে। কিন্তু, এই সমস্ত ঘটনার জন্য মহিলা কমিশনের কোনও পদক্ষেপই চোখে পড়ছে না। আদৌও রাজ্যে মহিলা কমিশনের কোন অস্তিত্বই চোখে পড়ছে না।"
হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "রাজ্যের মহিলাদের ভয় পাচ্ছেন মহিলা মুখ্যমন্ত্রী। আমাদের যত বাধা দেওয়া হবে আমরা তত এগিয়ে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কাণ্ড নিয়ে যে নাটক করেছেন তা সবাই বুঝে গেছে।"
শেষ পর্যন্ত মহিলা মোর্চার পাঁচ প্রতিনিধিদের মহিলা কমিশনের ভেতর যাওয়ার অনুমতি দেয় পুলিশ। শেষ পর্যন্ত সঙ্গে নিয়ে যাওয়া প্রতীকী তালা মহিলা কমিশনের গেটে ঝুলিয়ে দেওয়া হয় রাজ্য মহিলা কমিশনের মূল গেটে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।