Dengue: কলকাতায় ডেঙ্গি রুখতে ড্রোন উড়িয়ে মশার লার্ভার খোঁজ
KMC Dengue Update: কলকাতাতেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি। পরিস্থিতি খতিয়ে দেখতে ফের পথে নামলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
![Dengue: কলকাতায় ডেঙ্গি রুখতে ড্রোন উড়িয়ে মশার লার্ভার খোঁজ KMC Dengue Update: Using Drone to inspection of KMC Dengue situation, Deputy Mayor Atin Ghosh visit in 102 ward Glass factory Dengue: কলকাতায় ডেঙ্গি রুখতে ড্রোন উড়িয়ে মশার লার্ভার খোঁজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/6184dc5174b7cb06f82b430639ecaeb41695628572112484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মাস পেরোলেই উমা মা আসছেন। এদিকে মহানগরে ডেঙ্গি ও ম্যালেরিয়া ক্রমশ উদ্বেগ বাড়িয়ে তুলছে। ডেঙ্গি ভয় ধরাচ্ছে এবার কলকাতাতেও । আজ্ঞে হ্যাঁ, মূলত এতদিন যেখানে উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছিল, এবার সেই তালিকায় সামিল কলকাতাও। আক্রান্তর সংখ্যা বাড়তেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে নিজেই নেমেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। মশার তেল স্প্রে করার সঙ্গে আজ ড্রোন উড়িয়েও খোঁজা হচ্ছে মশার লার্ভা।
পরিস্থিতি খতিয়ে দেখতে ফের পথে নামলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। এদিন যাদবপুরের কাছে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে যান কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরাও। ১০২ নম্বর ওয়ার্ডে ১২ বিঘা জমির ওপর কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি। দীর্ঘদিন ধরে বন্ধ কারখানায় আগাছার জঙ্গল। পাহাড়-প্রমাণ আবর্জনা জমেছে। ফুটো ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ে কারখানা চত্বর মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলে মনে করছে পুরসভা।
এতদিন যাবৎ মশার লার্ভা নিধনে এলাকা পরিষ্কার, নর্দমায় স্প্রে করার পাশাপাশি জমা জল জমতে না দেওয়া নিয়ে সচেতনা জারি করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, দুর্গাপুজোর আগে এই মুহূর্তে কোনওভাবেই ঝুঁকি নিতে রাজি নয় কলকাতা পুরসভা। তাই আজ মশার তেল স্প্রে করার পাশাপাশি, ড্রোন উড়িয়ে খোঁজা হচ্ছে মশার লার্ভা।
রাজ্যে বাড়ছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার দাপট। উল্লেখ্য,ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সদ্য প্রাণ হারিয়েছে যাদবপুরের ১৩ বছরের কিশোরী। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে আজ দুপুরে ভর্তি করা হয় এম আর বাঙুরে হাসপাতালেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই কিশোরীর। শহরের আক্রান্তরা বেশির ভাগই কর্পোরেশন এবং পৌর বাসিন্দা। আর এবার শহরের পুরসভা এবং স্বাস্থ্য দপ্তর পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আউটডোরের সময়সীমা পরিবর্তন হল। এখন থেকে আর শুধু সকালে নয়, সন্ধ্যেবেলাতেও খোলা থাকবে সরকারি আউটডোর।
আরও পড়ুন, আংশিক মেঘলা আকাশ, আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং শুক্রবার বেলা দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আউটডোর খোলা থাকবে। শহরাঞ্চলের বিপুল পরিমাণে নিম্নবর্গের মানুষের সুবিধার জন্য এই পদক্ষেপ। রিকশাচালক গৃহ সহায়িকা ফুটপাতবাসী দিনমজুরদের সুবিধার্থেই এই নির্দেশ। রাজ্যে যে কোনও সরকারি হাসপাতালে আউটডোর সকাল ন'টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকে। পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোয় এখন থেকে সোম-বুধ-বৃহস্পতি এবং শনিবার সকাল ন'টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আউটডোর খোলা থাকবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)