South 24 Parganas News: রাত পেরোতেই উঠল পিচ, রাস্তা তৈরিতে 'নিম্নমানের সামগ্রী ব্যবহারে' কাজ বন্ধ এই অংশে..
PM Gram Sadak Yojana Complain: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মীয়মান রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনায়...
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: গত বছর তৃণমূল বিধায়ককে (TMC MLA) কাদা ভর্তি রাস্তায় নামিয়েছিলেন গ্রামবাসীরা। ভোটের প্রচারে গিয়ে ভাতারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়ক। ভোগান্তি বোঝাতে বিধায়ককেই কাদা ভর্তি রাস্তায় নামিয়েলেন সেবার গ্রামবাসীরা। যদিও এবার লোকসভা নির্বাচনের আগে প্রেক্ষাপটটা আলাদা। এবার পাকা রাস্তা হলেও, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজ্যে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় (Pradhan Mantri Gram Sadak Yojana) নির্মীয়মান রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে আবারও কাজ বন্ধ করে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের বামনখালি এলাকার বাসিন্দারা।
রাস্তা তৈরি হওয়ার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই আজ সকাল থেকে রাস্তার পিচ-সহ স্টোনচিপ উঠে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মুড়িগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরপ্রতিমা বাজার থেকে মুড়িগঙ্গা বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার দীর্ঘ দিন ধরে বেহাল দশা ছিল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরির জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয়। জেলা পরিষদের মাধ্যমে গত ডিসেম্বর মাসের শুরু থেকে রাস্তার কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। কিন্তু একই অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিল স্থানীয় মুড়িগঙ্গা এলাকার বাসিন্দারা।
গতকাল থেকে নতুন করে আবারও রাস্তাটির মেরামতের কাজ শুরু হওয়ার কয়েক ঘন্টা পর থেকে রাস্তার পিচ উঠতে শুরু করে। পা দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রিক দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এভাবে যদি কাজ চলে, তাহলে খুব অল্প দিনের মধ্যে আবারও রাস্তা খারাপ হয়ে যাবে। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় মুড়িগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে বিষয়টি। আর এই বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন, সন্দেশখালির নেতা শিবু হাজরা গ্রেফতারিতে নিশানা সুকান্তের, বললেন..
তবে এমন অভিযোগ যে শুধু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেই উঠেছে তা নয়, পথশ্রী প্রকল্প ঘিরেও এমন অভিযোগ উঠেছে। বাঁকুড়ার সিমলাপালে হাত দিলেই পিচ উঠে আসছিল নতুন রাস্তা থেকে, এমনই গুরুতর অভিযোগ উঠেছিল। বেশি চলাফেরা করলেই ভেঙে যায় রাস্তা। রাস্তার মান নিয়ে এমনই নানা অভিযোগ উঠেছে। ওই রাস্তা তৈরি হয়েছে পথশ্রী প্রকল্পের অধীনে। ফলে তাতে জড়িয়েছিল রাজনীতির রঙ। গত বছরের মাঝামাঝি উঠে এসেছিল আরও এক অদ্ভুত অভিযোগ।অকেজো হয়েও 'পাকা রাস্তা বলে দেখাচ্ছে ইন্টারনেট' অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুরে।