RG Kar Case: 'পুলিশ ৫ দিনে যা করেছিল, CBI ৫ মাস নিল', ভিতরের কেউ রয়েছে, এখনও বলছেন নির্যাতিতার মা-বাবা
RG Kar Verdict: ১৮ জানুয়ারি দুপুর ২.৩০টে নাগাদ আর জি কর কাণ্ডে রায়দান হবে বলে জানিয়েছে শিয়ালদা আদালত।
কলকাতা: আর জি কর কাণ্ডে বিচারপর্ব শেষ। ১৮ জানুয়ারি রায়দান করবে শিয়ালদা আদালত। কিন্তু বিচারপ্রক্রিয়া শেষ হয়নি, এই সবে শুরু হল বলে মত নির্যাতিতার পরিবারের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) তদন্তে সন্তুষ্ট নন বলে আগেই জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা। সেই নিয়ে সুপ্রিম কোর্টেও গিয়েছেন তাঁরা। শিয়ালদা আদালত রায়দানের দিনক্ষণ ঘোষণা করলেও, আগের অবস্থানেই অনড় তাঁরা। সঞ্জয় একা নন, আরও কেউ যুক্ত রয়েছেন বলে দাবি তাঁরা। তাই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার দাবি তুলেছেন। (RG Kar Case)
১৮ জানুয়ারি দুপুর ২.৩০টে নাগাদ আর জি কর কাণ্ডে রায়দান হবে বলে জানিয়েছে শিয়ালদা আদালত। আদালতে ধৃত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে CBI. নির্যাতিতার পরিবারের তরফেও সেই মর্মে সওয়াল করা হয়েছে আদালতে। কিন্তু সঞ্জয় সাজা পেলেই মামলার নিষ্পত্তি হয়ে যায় না বলে মত নির্যাতিতার পরিবারের। CBI তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। (RG Kar Verdict)
আর জি কর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবারও শহরের রাস্তায় নেমে আসেন বহু মানুষ। সেই আবহেই সংবাদমাধ্যমে মুখ খোলেন নির্যাতিতার মা-বাবা। নির্যাতিতার বাবা বলেন, "বিচারপ্রক্রিয়া শুরু হল বলুন, শেষ হয়নি। এখান থেকেই শুরু। ১৮ তারিখ দুপুরে প্রথমন অভিযুক্তের বিরুদ্ধে রায় দেবে আদালত। এর পর সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে। বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে বলে আদালতে জানিয়েছে (CBI). তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছি। অনেক প্রশ্ন আছে আমাদের। সেগুলির উত্তর জানতে চাই।"
নির্যাতিতার মা বলেন, "পুলিশ পাঁচ দিনে যা করেছিল, আমার মনে হয় CBI পাঁচ মাসে সেটা করেছে। একা সঞ্জয়ের সাজা ঘোষণার কথা বলেছে তারা। আমরা সন্তুষ্ট নই বলেই তদন্ত চালিয়ে যেতে মামলা করেছি। আমরা মনে করি, সঞ্জয় দোষী। কিন্তু একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব নয়। একটা জনবহুল হাসপাতাল। সেখানে বাইরের থেকে একজন এল, আর কেউ জানতে পারল না, এটা হতে পারে না। হাসপাতালের কেউ যুক্ত, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে। সবাই সাজা পেলে মেয়ে এবং আমার আত্মা শান্তি পাবে।"
আদালতে এদিন সঞ্জয়ের সর্বোচ্চ সাজার পক্ষে সওয়ার করে CBI. নির্যাতিতার পরিবারের আইনজীবীও আদালেত সওয়াল করেন। আদালত যা মনে করবে, তেমন সাজা দেবে বলে মত নির্যাতিতার পরিবার। কিন্তু CBI তদন্ত নিয়ে অসন্তোষ চেপে রাখেননি তাঁরা। আন্দোলনকারীরাও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। একা সঞ্জয় নন, আরও কেউ যুক্ত থাকতে পারে বলে দাবি করছেন সকলে।