Sikkim Landslide:ফের ধস সিকিমের মিমথামের শান্তিনগরে, যোগাযোগ বন্ধ বাংলার সঙ্গে
Sikkim Disconnected From Bengal:সোমবারের পর মঙ্গলবার ভোর রাতে ফের সিকিমের মিমথামে শান্তিনগরে ১০ নাম্বার জাতীয় সড়কে ধস। যোগাযোগ বন্ধ বাংলা-সিকিমের।
আবির দত্ত, কলকাতা: সোমবারের পর মঙ্গলবার ভোর রাতে ফের সিকিমের (Sikkim Landslide Update) মিমথামে শান্তিনগরে ১০ নম্বর জাতীয় সড়কে ধস। যোগাযোগ বন্ধ বাংলা সিকিমের। গত দু'দিন ধরে দক্ষিণ সিকিমে অবিরাম বৃষ্টির জেরে ভোর রাতে ধস নামে। বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। বাংলা সিকিমের বহু গাড়ি রাস্তায় আটকে । সিকিম প্রশাসনের তরফ থেকে ধস সরানো কাজ শুরু হয়েছে বলে খবর।
আর যা...
গত সন্ধে থেকে তুমুল বৃষ্টি হচ্ছে সিকিমে। সড়কের হাল খারাপ, বিপুল ধাক্কা খেয়েছে যান-চলাচল। ধসের অংশ জমে শান্তিনগরের কাছে ১০ নম্বর জাতীয় সড়ক আটকে পড়ায় যোগাযোগের হাল আরও খারাপ হয়েছে। সেই সব আবর্জনা সরানোর কাজ চলছে। ভারতীয় আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ১০১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিকিমে। সার্বিক ভাবে হাল বেশ খারাপ সিকিমের।
আগেই, সিকিমের দক্ষিণ অংশে বিধ্বংসী বানের তোড়ে ৮টি বাড়ি তলিয়ে গিয়েছিল, ৩ জনের মৃত্যু হয়। ইয়াংগ্যাং এলাকার মাজুয়া গ্রামের বহু মানুষ এখনও ঘরছাড়া। মৃতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেলেও তৃতীয় জনের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। আজ জানা যায়, মোট ৪ জনের প্রাণ গিয়েছে। ভেসে গিয়েছে ১২টি বাড়ি। প্রশাসন সূত্রে খবর, ভালে দুঙ্গা থেকে আচমকা হড়পা বান এসে মাজুয়া গ্রামের প্রায় সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। প্রাণহানির পাশাপাশি সম্পত্তির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। ইয়াংগ্যাং এলাকা-লাগোয়া বিস্তীর্ণ অঞ্চলও বিপর্যয়ের কবলে, জানাচ্ছে প্রশাসন।
আবহাওয়া...
একদিকে দক্ষিণঙ্গে যখন চাদিফাটা গরম, তখন অন্যদিকে গত কিছু দিন ধরে বর্ষণ শুরু হয়েছে উত্তরবঙ্গে। একটানা বৃষ্টির কারণে ধস নামে দক্ষিণ সিকিমে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ সিকিমের মাজুয়া গ্রাম। তার উপর আবহাওয়া খারাপ থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। তবে প্রশাসনের তরফে সবদিক থেকে নজর রাখা হচ্ছে বলে খবর। এর মধ্যে ফের মঙ্গলবার ভোরে ধসের খবর যার জেরে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এর উপর আবার আজ আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বিশেষত, উপরের দিকের পাঁচ জেলা, -- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টি চলতে থাকবে। সঙ্গে দমকা বাতাস বইবে। মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় অভিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা।