South 24 Pargana: মদ্যপানের প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ নরেন্দ্রপুরে
South 24 Pargana: এমনকী শ্লীলতাহানিও করা হয়। প্রত্যক্ষদর্শী এক অন্তঃসত্ত্বা মহিলা ঘটনার প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্তরা নিয়মিত এলাকায় মদ, গাঁজার আসর বসাত বলে অভিযোগ।
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ির সামনেই প্রতিদিন মদ্যপান করার প্রতিবাদ করায় এক গৃহবধূকে মারধর। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গড়িযায়। প্রতিবাদী গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁর মেয়ে ও শ্বশুরকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় বাড়ি। এমনকী শ্লীলতাহানিও করা হয়। প্রত্যক্ষদর্শী এক অন্তঃসত্ত্বা মহিলা ঘটনার প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্তরা নিয়মিত এলাকায় মদ, গাঁজার আসর বসাত বলে অভিযোগ। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে রাজ্যের অন্য় প্রান্তে টালবাহানার পর অবশেষে চালু হল বাঁকুড়া দামোদর রিভার বা BDR রেলওয়ের বাঁকুড়া-মশাগ্রাম লোকাল (Bankura Masagram Local Train)। খুশি স্থানীয় বাসিন্দারা। তবে একটি লোকাল চালু হলেও, বাকি আরেকটি ট্রেন চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
করোনা (Corona) আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর, ৩১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে ফের শুরু হয়েছে লোকাল ট্রেন (Local Train)। কিন্তু ব্রাত্য ছিল বাঁকুড়া দামোদর রিভার বা BDR রেলওয়ের বাঁকুড়া-মশাগ্রাম লোকাল। অবশেষে শুক্রবার থেকে চালু হল দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত (South Eastern Railway) এই লোকাল ট্রেন পরিষেবা। স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা। যাত্রীদের বক্তব্য, লোকাল ট্রেন চালু হওয়া খুব দরকার ছিল। আরও আগে চালু হলে ভাল হত।
অক্টোবরের (October) শেষে রাজ্যে লোকাল ট্রেন চালুর ছাড়পত্র দেয় নবান্ন (Nabanna)। কিন্তু দক্ষিণ পুর্ব রেলের BDR লাইনে লোকাল ট্রেন চলাচল শুরু হয়নি। যা নিয়ে চরম অসুবিধায় পড়েন যাত্রীরা। পরবর্তীকালে ৫ নভেম্বর থেকে এই লাইনে ট্রেন চালানোর কথা ঘোষণা করে রেল। কিন্তু শেষমুহূর্তে রেকের অভাবের কারণ দেখিয়ে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। বাঁকুড়া স্টেশন থেকে পূর্ব বর্ধমানের মশাগ্রাম, BDR রেলপথ এই দুটি জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের লাইফলাইন। টালবাহানার পর অবশেষে তা চালু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী। অবশেষে শুক্রবার থেকে চালু হল ট্রেন পরিষেবা। কিন্তু কোভিড পূর্ব পরিস্থিতিতে এই লাইনে প্রতিদিন দুটি করে লোকাল ট্রেন চালু করা হলেও, এদিন একটি ট্রেন চালু হয়েছে। শীঘ্রই অপর ট্রেনটিও চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা।