Amitabh Bachchan: অগাধ উপার্জন! সবচেয়ে বেশি আয়কর দিতে হচ্ছে অমিতাভ বচ্চনকে!
Amitabh Bachchan News: জানা যাচ্ছে, চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২৪-২৫ সালে অমিতাভ বচ্চনের ইনকাম ৩৫০ কোটি টাকা। এর ফলে অভিনেতাকে ১২০ কোটি টাকা আয়কর দিতে হবে

কলকাতা: ৬ শতক ধরে বলিউডে নিজের রাজত্ব কায়েম রেখেছেন তিনি। ৮২ বছর বয়সেও তিনি সমান দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। একের পর এক বড় ছবির অংশ হচ্ছেন তিনি। আগামীতে 'কল্কি' ছবির সিক্যুয়ালে দেখা যাবে তাঁকে। মে মাসেই তিনি এই ছবির শ্যুটিং শুরু করবেন বলে শোনা যাচ্ছে। তবে এর মধ্যেই প্রকাশ্যে এসেছে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)-এর আয় সংক্রান্ত কিছু তথ্য। যা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এখনও পর্যন্ত অমিতাভ 'কোন বনেগা ক্রোড়পতি'-র মতো জনপ্রিয় টেলিভিশন শো-এর সঞ্চালনা করেন। পাশাপাশি, বেছে ছবি করলেও এখন ও একাধিক ছবিতেই দেখা যায় তাঁকে। 'কল্কি ২৮৯৮ এডি'-ছবিতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। আর এই সমস্ত কাজ মিলিয়ে তাঁর যা আয় হয়, তা অনেকের কল্পনার থেকেও বেশি!
জানা যাচ্ছে, চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২৪-২৫ সালে অমিতাভ বচ্চনের ইনকাম ৩৫০ কোটি টাকা। এর ফলে অভিনেতাকে ১২০ কোটি টাকা আয়কর দিতে হবে। ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এই বয়সে এত বেশি আয় কোনও অভিনেতা করেন না। সূত্রের খবর, গত ১৫ মার্চ নিজের আয়করের কিছুটা অংশ, ৫২.৫০ কোটি টাকা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন অমিতাভ। অমিতাভ বচ্চন চলতি বছরে আরও কিছু সাজে সাক্ষর করবেন বলে সূত্রের খবর। অর্থাৎ এই অভিনেতার চলতি বছরের আয় হবে আকাশ ছোঁয়া।
'কল্কি ২৮৯৮ এডি'-র মুক্তির পরেই নির্মাতারা ঘোষণা করেছিল এই ছবির সিক্যুয়ালের। 'কল্কি ২৮৯৮ এডি'-তে গল্পের শেষ হয়নি। গল্পের একটা মূল অংশই এখনও বাকি রয়ে গিয়েছে। সেই অংশ শেষ হবে আগামী পর্বে। শোনা যাচ্ছে, মে মাস থেকে 'কল্কি ২৮৯৮ এডি' -র সিক্যুয়ালের শ্যুটিং শুরু করতে চলেছেন অমিতাভ। নির্মাতা এর আগেই জানিয়েছিলেন, 'কল্কি ২৮৯৮ এডি' -র বেশ কেক মাসের শ্যুটিং ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন তাঁরা। এবার অশ্বথামার চরিত্রের শ্যুটিং শুরু হবে। এই চরিত্রেই রয়েছেন অমিতাভ। তাঁর অংশের শ্যুটিং শুরু হবে মে-তে। তবে শোনা যাচ্ছে, দীপিকার অংশের শ্যুটিং আরও পরে শুরু হবে। মেয়েকে বাড়িতে রেখে এখনই শ্যুটিংয়ে ফিরতে নারাজ দীপিকা। কিন্তু দীপিকাকে ছাড়া এই গল্পের সম্পূর্ণতা আনা অসম্ভব। সেই কারণেই 'কল্কি ২৮৯৮ এডি' -র নির্মাতাদের শ্যুট শেষ হওয়ার জন্য আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে শ্যুটিংয়ে খুব তাড়াতাড়ি যোগ দিচ্ছেন অমিতাভ।
অন্যদিকে শোনা যাচ্ছে, দীর্ঘ ২৫ বছরের প্রিয় টেলিভিশন শো থেকে অব্যাহতি নিতে চলেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)? তিনি নিজে মুখে কিছু না জানালেও, শোনা যাচ্ছে, 'কোন বনেগা ক্রোড়পতি'-র মতো জনপ্রিয় শো থেকে নাকি এবার অব্যাহতি নিতে চান অমিতাভ। একটা সময়ে খুব খারাপ চলছিল অমিতাভের কেরিয়ার। সে ২৫ বছর আগের কথা। সেই সময়ে খড়কুটোর মতোই অমিতাভ আঁকড়ে ধরেছিলেন এই টেলিভিশন শো কে। দিনের পর দিন, কেবলমাত্র অমিতাভ বচ্চনের জনপ্রিয়তার ওপর নির্ভর করেই এই শো আন্তর্জাতিক মানের খ্যাতি পেয়েছে। বছরের পর বছর এই শো সেরা শো-এর তকমা জিতে নিয়েছে। আর এই শো-এর অন্যতম আকর্ষণই হল অমিতাভ বচ্চনের সঞ্চালনা। তবে শোনা যাচ্ছে, এই শো আর করতে চান না অমিতাভ। তিনি নিজে এ নিয়ে কিছু না বললেও, ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস। সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস দিয়েছিলেন অমিতাভ। লিখেছিলেন, 'এবার বিদায় নেওয়ার সময়।' সেই সময়ে জল্পনা তৈরি হয়েছিল, এবার কি অভিনয় ছাড়তে চলেছেন অমিতাভ? তবে সেই গুঞ্জন উড়িয়ে অমিতাভ জানিয়েছিলেন, তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন না। তবে টানা শ্যুটিং আর তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। সেই কারণে ছোটপর্দা থেকে অব্যাহতি নিতে চান তিনি।
আরও পড়ুন: Adi Irani: মেয়ের দুধ কেনার টাকা ছিল না, পেট্রোল বাঁচাতে বাসে যাতায়াত করতেন শাহরুখ সলমনের সহ অভিনেতা!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
