SSC Scam: কারা যোগ্য, কারা স্কুলে যেতে পারবেন ? জেলায় জেলায় গেল তালিকা, খবর সূত্রে
SSC Scam Finally Eligible List Send : কারা কারা যোগ্য, কারা কারা স্কুলে যেতে পারবেন? জেলায় জেলায় স্কুল পরিদর্শকদের কাছে তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর

কলকাতা: কারা কারা যোগ্য, কারা কারা স্কুলে যেতে পারবেন? DI-দের কাছে তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর। জেলায় জেলায় স্কুল পরিদর্শকদের কাছে তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর। সূত্র মারফত খবর, যোগ্যদের তালিকা সরকারকে দিলেও, প্রকাশ্যে আনবে না SSC.
এদিকে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে বিক্ষোভ অবস্থান অটুট। গতকাল থেকে ঘেরাও হয়ে আছেন, SSC-র চেয়ারম্যান। তার সঙ্গে আজ ফের নতুন করে বৈঠক করতে গিয়েছে চাকরিহারাদের কয়েকজন প্রতিনিধি। এবং সেই বৈঠকের মূল কারণই হচ্ছে, DI-দের কাছে স্কুল শিক্ষা দফতর পাঠানো ওই তালিকা নিয়ে ক্ল্যারিফিকেশন চাওয়া।
প্রসঙ্গত, গতকাল তালিকা প্রকাশের সম্ভাবনা তৈরি হলেও শেষ অবধি তা হয়নি। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে চাকরিহারাদের প্রতিনিধি বলেছিলেন, আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। চেয়ারম্যান স্যার এটা বলেছেন, যে 3rd কাউন্সিলিং অবধি ওনারা Untented মানে not specifically tented, এই লিস্টে রাখবেন। বাকিদেরকে মানে 4th থেকে যোগ্যতার নিরিখে, টাকা না দিয়ে, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। আমার চাকরি আজকে চলে যাবে। দায় রাজ্য সরকার আর SSC নেবে তো ?'
তিনি আরও বলেন,' আমরা বলেছি, আমি যদি অযোগ্য হই, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না।ওনারা আইনজীবী রেখেছেন। সুপ্রিম কোর্টে, অর্ডার করছেন।.. আজকে দাঁড়িয়ে উনি এসে বলেন, ১ বছর পেরিয়ে গিয়েছে, আমার চাকরি চলে গেল ! কে বলেছিল ১ বছরের মধ্যে নিয়োগ না করতে ? তাতেও দেরি হয়েছে। সেই সময় বারবার বলেছিলাম, এখুনই নিয়োগ করুন।'
এদিকে এদিন বেলা যত গড়িয়েছে, ততই বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। চাকরিহারা শিক্ষিকা বলেন, আমরা রাস্তায় না খেয়ে...সারা দিন সারা রাত রাস্তায় বসে আছি...ওঁরা (SSC আধিকারিকরা) কোন লজ্জায় বিরিয়ানি খাবে? আমরা সব আটকে দিয়েছি। চাকরিহারা শিক্ষকরা এদিন অযোগ্যদের চাকরি ছাঁটাইয়ের দাবি জানিয়েছেন। চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, আপনি (মুখ্যমন্ত্রী) সেই যোগ্যদের তালিকাটা দিন, যারা স্কুলে যাবে। সেটা তো উনি দিচ্ছেন না। অথবা, যাদেরকে টেন্টেড হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাহলে তাদেরকে টার্মিমেশন করুক আগে। দু’টো উপায় তো করছি। অযোগ্যদের প্রতি একটা মায়াবী দরদ, সেই দরদের জায়গা থেকে এটা করা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
