West Bengal News Live: বাংলাদেশে গণতন্ত্রের 'গণহত্যা', প্রতিবাদে আজ ফের পথে সনাতনী সমাজ
ABP Ananda Live News Update: বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, কলকাতায় শুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জেলা থেকে শহর, সব খবর সবার আগে শুধুমাত্র এবিপি লাইভ বাংলায়।
LIVE
Background
কলকাতা: এই মুহূর্তের সব খবরের টাটকা আপডেট।
হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ। নিরাপত্তা নিশ্চিত না করে হামলাকে 'গল্প-উপন্যাস' আখ্যা ইউনূস সরকারের। সর্বদল বৈঠকে আগরতলায় বিক্ষোভ নিয়ে আলোচনা।
হিন্দুদের ওপর সন্ত্রাস বন্ধে ব্যর্থ, তাও ভারতের বিরুদ্ধে কট্টর অবস্থান ইউনূসের।
ইউনূস সরকারের ভারত বিরোধিতার মধ্যেই আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান। পাক নাগরিকদের ভিসা পাওয়া আরও সহজ করল ঢাকা।
নৈরাজ্যের বাংলাদেশ, ফায়দা তুলতে আসরে পাকিস্তান-চিন। জামাত প্রধানের সঙ্গে চিনা রাষ্ট্রদূতের বৈঠকের পর, খালেদা জিয়ার বাড়িতে পাক হাই কমিশনার।
দর্শকের ভূমিকায় সেনা-পুলিশ। বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা! মৌলবাদীদের অকথ্য অত্যাচার।
বাংলাদেশের সুনামগঞ্জে মৌলবাদীদের তাণ্ডব। তছনছ হিন্দুদের দোকান-বাড়ি-মন্দির। হাত গুটিয়ে সেনা-পুলিশ!
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লজ্জা, একের পর এক জায়গায় আক্রান্ত হিন্দুরা! সুনামগঞ্জ থেকে নীলফামারি। বেছে বেছে বাড়িতে আগুন। কট্টরপন্থীদের তাণ্ডব।
বাংলাদেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলা। আতঙ্কের মধ্যেই এপার বাংলা থেকে ওপার বাংলায় পাড়ি।
বাংলাদেশে বিপন্ন হিন্দু। আজ ফের পথে সনাতনী সমাজ। হাইকোর্টের অনুমতি নিয়ে রানি রাসমণি অ্যাভিনিউয়ে ৫০টি সংগঠনের ডাকে সমাবেশ।
হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার, তাও নীরব ইউনূস সরকার। অবিলম্বে মোদির হস্তক্ষেপ চায় সনাতনী সমাজ।
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার। বিশ্বজুড়ে তোলপাড়ের মধ্যেই সোমবার ঢাকায় ভারতের বিদেশ সচিব। একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা।
ত্রিপুরার পর এবার মালদা। হোটেলে বাংলাদেশিদের নো এন্ট্রি। বাংলাদেশে পণ্য বর্জনের ডাক অখিল ভারত হিন্দু মহাসভার।
বাংলাদেশে হিন্দুরা টার্গেট, এবার মুখ খুললেন জামা মসজিদের ইমাম। নোবেল শান্তি প্রাপকের দায়িত্ব মনে করিয়ে ইউনূস সরকারকে কড়া পদক্ষেপের দাবি।
ব্রিটিশ সাংসদের পর বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে সরব মার্কিন কংগ্রেসের সদস্যও। ভুল তথ্য দেওয়া হয়েছে, ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে বলল ঢাকা।
হিন্দু সহ সংখ্যালঘু দেখলেই হামলা। সন্ত্রাসের আশঙ্কায় নাগরিকদের বাংলাদেশ যাওয়ায় ব্রিটিশ সরকারের সতর্কতা। স্পর্শকাতর এলাকা এড়ানোর পরামর্শ।
বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে তোলপাড়ের মধ্যে অসমে নিষিদ্ধ গোমাংস। মিলবে না হোটেলে, প্রকাশ্যে খাওয়া ও বিক্রিও বন্ধ। নির্দেশিকা জারি হিমন্ত বিশ্বশর্মা সরকারের।
দলের পর নজরে প্রশাসন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২ সপ্তাহেই সিআইডিতে রদবদল। গোয়েন্দা প্রধানকে সরিয়ে পাঠানো হল কম গুরুত্বের এডিজি ট্রেনিং-এ।
রাজ্য গোয়েন্দা বিভাগে হঠাৎ রদবদল। মমতার সঙ্গে ভরকেন্দ্রের লড়াইয়ে অভিষেক-ঘনিষ্ঠরাই কোপে। কটাক্ষ বিরোধীদের। প্রশাসনে রুটিন বদলি, পাল্টা দাবি তৃণমূলের।
ভরকেন্দ্রের লড়াই?
অন্যদের সঙ্গে তুলনা নয়, সবাই শিক্ষামন্ত্রী ছিলেন না। অর্পিতা-মানিককে টেনে জামিন চেয়ে সুপ্রিম কোর্টেই প্রশ্নের মুখে পার্থ। লজ্জা পাওয়া উচিত বলে ভর্ৎসনা।
মুর্শিদাবাদের পর মালদা। আবাসে নাম তুলতে জেলায় জেলায় কাটমানি! না পাওয়ায় টাকা ফেরত চাইতেই মার, মানিকচকে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যা।
নারী নিরাপত্তা থেকে রাজ্যের আইনশৃঙ্খলা। বাম ছাত্র-যুব সংগঠনের মালদা এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম। তৃণমূল নেতাকে স্লোগান।
বিজেপি নেতা কবীরশঙ্কর বসুর মামলায় CBI তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি। মন্তব্য সর্বোচ্চ আদালতের।
কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনার দিনই দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের ডাক অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্মের। শিয়ালদায় অবস্থান-বিক্ষোভ।
থ্রেট কালচারে অভিযুক্ত অভীকের প্রত্যাবর্তন। প্রতিবাদে ফের আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। শুক্রবার মেডিক্যাল কাউন্সিলে জমায়েত, তারপরে স্বাস্থ্যভবন অভিযান।
থ্রেট কালচার নিয়ে বৈঠকে সাগর দত্ত মেডিক্যালে ধুন্ধুমার। হামলাই হয়নি, ভিডিও তোলা আটকানোর সময় ভেঙেছে কাচ, হাইকোর্টে দাবি পুলিশের।
হিংসা কবলিত উত্তরপ্রদেশের সম্ভল যাওয়ার পথে রাহুল-প্রিয়াঙ্কাকে বাধা। ১৬৩ ধারার কারণ দেখিয়ে আটকানো হল দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতেই।
অমৃতসর স্বর্ণ মন্দিরের বাইরে শ্যুটআউট! অল্পের জন্য শিরোমণি অকালি দলের সুখবীর সিং বাদলের রক্ষা। হাতেনাতে হামলাকারী গ্রেফতার।
বিপুল ভোটে জয়ের পরেও মহারাষ্ট্রে সরকার গঠনে টানাটানি। শিন্ডে নয়, শেষ পর্যন্ত ফের মুখ্যমন্ত্রিত্বের মসনদে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়নবীশ। আজ শপথগ্রহণ।
সান্দাকফু বেড়াতে গিয়ে কলকাতার তরুণীর রহস্যমৃত্যু। টুমলিং নামার সময় অসুস্থ, হাসপাতালে ভর্তির পরে অঙ্কিতার মৃত্যু।
শুরু হল ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসব। যোগ দিল ৪১টি দেশ। দেখানো হবে ১৭৫টি ফিল্ম। সীমানা মানে না সিনেমা, বললেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করলেন সৌরভ।
West Bengal News Live: দলেরই সাংসদের বিরুদ্ধে নালিশ জানিয়ে তৃণমূল নেত্রীকে চিঠি ৬ বিধায়কের
দলেরই সাংসদের বিরুদ্ধে নালিশ জানিয়ে তৃণমূল নেত্রীকে চিঠি ৬ বিধায়কের। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি উজ্জ্বল বিশ্বাস, রুকবানুর রহমান, বিমলেন্দু সিংহ রায়দের।
West Bengal News Live: জাতীয় সড়কের পাশে বেআইনি গ্যাস গোডাউনে বিধ্বংসী আগুন
আমডাঙায় জাতীয় সড়কের পাশে বেআইনি গ্যাস গোডাউনে বিধ্বংসী আগুন। একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণ। পুলিশি মদতেই চলত বেআইনি গ্যাসের কারবার, অভিযোগ স্থানীয়দের। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ।
Bangladesh News Live Update: BNP নেত্রী খালেদা জিয়ার বাড়িতে গেলেন চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
বাংলাদেশের ভারত-বিরোধিতার মধ্যেই পাকিস্তানের পর এবার চিন-প্রীতি প্রকাশ্যে। BNP নেত্রী খালেদা জিয়ার বাড়িতে গেলেন
চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল ঢাকার গুলশনে খালেদা জিয়ার বাসভবনে যান তিনি। খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজন হলে চিনের কমিউনিস্ট পার্টি সহযোগিতা করবে বলে জানানো হয়েছে। সংবাদমাধ্যমে দাবি করেছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি, BNP-র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
Bangladesh News Live: ইউনূস সরকারের পাক-প্রীতিতে ঘনাচ্ছে আশঙ্কা
একদিকে পাকিস্তান, একদিকে চিন, এবার দোসর বাংলাদেশও? ভারতের হাত ধরে স্বাধীনতা পেয়ে ভারতের বিরুদ্ধেই বিদ্বেষ! পাকিস্তান-চিনের সঙ্গে হাত মেলাচ্ছে ইউনূস সরকার? পাক নাগরিকদের অবাধে ভিসার ঘোষণা ইউনূসের। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের। ফের কি ভারত-বিরোধী সন্ত্রাসের মাটি হয়ে উঠবে বাংলাদেশ? ফের কি পাক গুপ্তচর সংস্থা ISI ঘাঁটি গাড়বে বাংলাদেশের মাটিতে? ইউনূস সরকারের পাক-প্রীতিতে ঘনাচ্ছে আশঙ্কা।
Bangladesh Live News: বাংলাদেশে গণতন্ত্রের 'গণহত্যা', প্রতিবাদে আজ ফের পথে সনাতনী সমাজ
বাংলাদেশে গণতন্ত্রের 'গণহত্যা'। দেশজুড়ে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা। প্রতিবাদে আজ ফের পথে সনাতনী সমাজ। হাইকোর্টের অনুমতি নিয়ে রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশে ৫০টি সংগঠন।