West Bengal News Live Updates: '৩ ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে স্ত্রী ও মেয়েকে বসাতে নির্দেশ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়ই', আদালতে বিস্ফোরক দাবি ইডির
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: বাংলাজুড়ে (West Bengal) শক্তির আরাধনা। আজ কালীপুজো (Kalipuja)। শুভ শক্তির হাতে, অশুভ শক্তির পরাজয়। মঙ্গল আরতি দিয়ে শক্তির আরাধনা শুরু মন্দিরে মন্দিরে। দীপাবলির (Diwali) আনন্দ শহর থেকে জেলায়।
আজ কালীপুজোর রাতের আকাশ বাজির রঙে হয়ে উঠবে মোহময়ী। বাংলার ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করার রীতি তো আছেই। আলোর রোশনাই চতুর্দিকে। সেইসঙ্গে বাজির গন্ধ মিশে তৈরি এক নস্ট্যালজিক পরিবেশ। কালী পুজোর সঙ্গে ধনদেবীর আরাধনাও হয় বাংলায়। সংসারের মঙ্গল কামনায় অলক্ষ্মীকে বিদায় জানিয়ে লক্ষ্মীকে আমন্ত্রণ জানানোর রীতি প্রতি ঘরে ঘরে।
ভৌম অমাবস্যার রাতে আজ মহাশক্তির আরাধনা। সকাল থেকেই মন্দিরে মন্দিরে মানুষের ঢল। ভক্তদের ভিড়ে পা ফেলার জায়গা নেই কালীঘাট চত্বরে। একই ছবি দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠেও।
WB News LIVE Updates:শক্তি আরাধনায় তারকারাও। বেলেঘাটায় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় বনি সেনগুপ্ত।
শক্তি আরাধনায় তারকারাও। বেলেঘাটায় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় বনি সেনগুপ্ত।
WB News LIVE Updates:বাড়ির পুজোয় ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাড়ির পুজোয় ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতিথি আপ্যায়ন থেকে পুজোর তদারকি, সব দিকেই নজর রয়েছে তাঁর।
WB News LIVE Updates:লেক কালীবাড়িতে এখন চলছে নিশিপুজো।
লেক কালীবাড়িতে এখন চলছে নিশিপুজো।
WB News LIVE Updates:কোথাও মণ্ডপে অভিনবত্ব, তো কোথাও প্রতিমায় বিশেষত্ব!এরকমই, বেশ কয়েকটি পুজো পেল আলোক আনন্দ বিশেষ সম্মান।
কোথাও মণ্ডপে অভিনবত্ব, তো কোথাও প্রতিমায় বিশেষত্ব! দুর্গাপুজোর মতোই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। আলোর জোয়ারে ভাসছে রাজপথ। কোথাও সাবেকিয়ানা, কোথাও বিষয় ভাবনার অভিনবত্ব। এরকমই, বেশ কয়েকটি পুজো পেল আলোক আনন্দ বিশেষ সম্মান।
WB News LIVE Updates:আলোর উৎসবে পরিবারের সঙ্গে খোশমেজাজে প্রাক্তন ভারত অধিনায়ক
বেহালা চৌরাস্তায় ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়ির পুজোয় সৌরভ। আলোর উৎসবে পরিবারের সঙ্গে খোশমেজাজে প্রাক্তন ভারত অধিনায়ক। ১০৮টি প্রদীপ জ্বালিয়ে শক্তির আরাধনায় ডোনা গঙ্গোপাধ্যায়।