West Bengal News Live Updates: আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমিতিতে দুর্নীতির অভিযোগ, সিবিআই-ইডি তদন্তের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE

Background
WB News Live:লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড মামলায় চাঞ্চল্যকর অভিযোগ ইডির
লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড মামলায় চাঞ্চল্যকর অভিযোগ ইডির
WB News Live Update:কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার রায়দান
কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার রায়দান। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন, মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল সকাল ১০.৩০ রায়দান করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
WB News Live:দলের গাইডলাইন, যাঁরা তৃণমূলের টিকিটে লড়বেন, তাঁদেরই পদ দেওয়া হবে, মন্তব্য় ঝালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের
কংগ্রেস থেকে তৃণমূলে আসা কাউন্সিলরদের যোগদান প্রক্রিয়া অসমপূর্ণ। দলের গাইডলাইন, যাঁরা তৃণমূলের টিকিটে লড়বেন, তাঁদেরকেই পদ দেওয়া হবে। মন্তব্য় ঝালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। তবে কি ঝালদা পুরসভা দখল করে নেওয়ার পরও, শাসকের মধ্য়ে দ্বন্দ্ব? সুরেশ আগরওয়ালের মন্তব্য়ে জোরাল হচ্ছে সেই প্রশ্ন। এনিয়ে আক্রমণ করতে ছাড়েনি কংগ্রেস।
WB News Live Update:কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার রায়দান
কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার রায়দান। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন। মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাল সকাল ১০.৩০ রায়দান করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
Abhishek Banerjee:রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির নামে ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির নামে ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ। না দেওয়ায়, ছাত্রীকে এন্ট্রাসে পাস করানো হয়নি বলে দাবি। বিশ্ববিদ্য়ালয়ের ২ সিনিয়র পড়ুয়ার বিরুদ্ধে CMO, PMO-তে অভিযোগ জানিয়েছেন তরুণী। অভিযোগ জানানো হয়েছে UGC-র অ্য়ান্টি র্যাগিং সেলেও। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
