West Bengal News Live Updates: ঝালদায় ফের হাতবদল, কংগ্রেসের কাছ থেকে ফের পুরসভা তৃণমূলের
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE

Background
WB News Live: সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি
হাওড়ার উলুবেড়িয়ায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। লক্ষাধিক টাকার সোনার গয়না ও টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত ব্যবসায়ী। কারা হামলা চালাল? খতিয়ে দেখছে উলুবড়িয়া থানার পুলিশ।
West Bengal News Live: ফায়ার স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী সুজিত বসু
সংস্কার করা হবে কালীঘাট ও টালিগঞ্জ দমকল কেন্দ্রের। খরচ হবে প্রায় ১৬ কোটি টাকা। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নতুন ভবনগুলি থেকে শুরু হবে কাজ। আজ পূর্ত দফতর-পুলিশ এবং দমকল আধিকারিকদের নিয়ে এই দুই ফায়ার স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী সুজিত বসু। সঙ্গে ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় পুর প্রতিনিধি।
WB News Live: জামিনে ছাড়া পাওয়ার পরেই শ্যুটআউট
জামিনে ছাড়া পাওয়ার পরেই শ্যুটআউট, এখনও হামলাকারীরা অধরা!শ্যুটআউটের সময় গাড়িতে থাকলে, কোথায় সেই সাদ্দাম? এখনও রহস্য
অভিযুক্ত সাদ্দাম এলাকায় দাগী অপরাধী বলে পরিচিত, খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত। কেন এক অভিযুক্তকে সঙ্গে নিয়ে ফিরছিল তৃণমূল নেতারা? এখনও রহস্য।
West Bengal News Live: গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময়কে সিবিআই জিজ্ঞাসাবাদ
গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময়কে সিবিআই জিজ্ঞাসাবাদ। টিএমসিপি নেতা কৃপাময় ঘোষকে নিজাম প্যালেসে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ।
WB News Live: ঝালদায় ফের হাতবদল
ঝালদায় (Jhalda) ফের হাতবদল, কংগ্রেসের (Congress) কাছ থেকে ফের পুরসভা তৃণমূলের (TMC)। নিহত তপন কান্দুর ভাইপো-সহ ৪ কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে। উন্নয়নে সামিল হতেই তৃণমূলে, এক সুর ৫ দলত্যাগীর। নির্দল কাউন্সিলর তথা ঝালদা পুরসভার চেয়ারপার্সনও তৃণমূলে। কংগ্রেস-নির্দলের ৫ কাউন্সিলরের সমর্থনে ঝালদায় তৃণমূল একাই ১০।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
