West Bengal News Live Updates: ঝালদায় ফের হাতবদল, কংগ্রেসের কাছ থেকে ফের পুরসভা তৃণমূলের
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
ছাত্রের মৃত্যুতে এবার কসবা থানার সামনে বিক্ষোভ। অভিযুক্তদের গ্রেফতারি চেয়ে মৃতদেহ নিয়ে পথ অবরোধ। প্রায় ২ ঘণ্টা বন্ধ গড়িয়াহাট থেকে বাইপাস পর্যন্ত যান চলাচল। (Kolkata News)
স্থানীয়দের বিক্ষোভে রণক্ষেত্র কসবা। জোর করে রেলিং টপকে থানায় ঢুকলেন এক মহিলা। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ! পরে পুলিশের আশ্বাসে উঠল অবরোধ।
খেজুরি থেকে কাঁথি ফেরার সময় শিশির অধিকারীর গাড়িতে হামলা। হেঁড়িয়ায় সাংসদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ভাঙল উইন্ডস্ক্রিন। ফোনে খবর নিল পিএমও।
পূর্ব মেদিনীপুরে শিশির অধিকারীর গাড়িতে হামলা। ভাঙল গাড়ির কাচ। হঠাৎ গাড়িতে হামলার পরই অসুস্থ হয়ে পড়েন শিশির অধিকারী। তাঁকে নিয়ে যাওয়া হয় নিজের বাড়িতে। সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর দফতরের থেকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়।(Sisir Adhikari)
খেজুরিতে পঞ্চায়েতে স্থায়ী সমিতির ভোট ঘিরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। গাড়িতে হামলার নেপথ্যে তৃণমূল, দাবি বিজেপির। অশান্তির মূলে বিজেপিই, পাল্টা তৃণমূল।
পঞ্চায়েত ভোটের পর এবার স্থায়ী সমিতি গঠনের ভোট ঘিরেও সংঘর্ষ। খেজুরিতে বোমাবাজির জেরে বন্ধই হয়ে গেল ভোটগ্রহণ। অসুস্থ বিডিও, ফিরলেন শিশির।
১১ সেপ্টেম্বর কি দুর্নীতির বড় পর্দাফাঁস? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান উচ্চতার দুর্নীতি প্রকাশের দাবি সিবিআইয়ের (CBI)। তাহলে ভাঙতে হবে সেই দুর্নীতি, বললেন বিচারপতি।
আর কটা দিন আছে, চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব। মামলার শুনানির ফাঁকে হঠাৎ বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিপ্লব দীর্ঘজীবী হোক বলে মন্তব্য।
২০২০-তে চাকরি পাওয়া প্রায় ৮ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের দাবি, হাইকোর্টে ৩৩২ জন টেট উত্তীর্ণ। আজ মামলার শুনানি।
ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার মামলায় নুসরতকে ইডির তলব। ১২ সেপ্টেম্বর সংস্থার আরেক ডিরেক্টরকেও হাজিরার নির্দেশ।
কেষ্টর বেনামি সম্পত্তির খোঁজে সিবিআইয়ের নজরে ঘনিষ্ঠ টিএমসিপি নেতা কৃপাময়। কানে কানে কী কথা হয়েছিল শক্তিগড়ের প্রাতরাশ টেবিলে? জানতে চান গোয়েন্দারা।
কয়লা পাচারকাণ্ডে ২৪ ঘণ্টার নোটিসে কলকাতায় আইনমন্ত্রীকে করা যাবে জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের সুরক্ষা দিতে হবে পুলিশকেই। নির্দেশ দিল্লি হাইকোর্টের।
পদে থাকুন, দেখি কী করে। রাজ্যপালের সরিয়ে দেওয়া উপাচার্যদের উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রীর। বিল-সংঘাতে প্রয়োজনে রাজভবনের সামনে ধর্নার হুঁশিয়ারি।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সপ্তমে সংঘাত। বিশ্ববিদ্যালয়ে বেতন বন্ধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে অশান্তি ছাড়াই ধূপগুড়ি উপনির্বাচন। ভোট পড়ল ৭৬ শতাংশ। পুলিশের ভোটার স্লিপ বিলি ঘিরে বিতর্ক। রিপোর্ট চাইল কমিশন।
রাষ্ট্রপতি ভবনে জি টোয়েন্টির নৈশভোজের আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট অফ ভারত। ইন্ডিয়ার নাম বদল? প্রশ্ন তুলে আক্রমণে কংগ্রেস। কড়া সমালোচনায় মমতাও।
সমস্ত নিয়ম মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ ভোট করাতে হবে। নির্দেশ প্রধান বিচারপতির। অ্যান্টি র্যাগিং স্কোয়াড না থাকলে গঠন করার নির্দেশ।
ছাত্র মৃত্যুর ২৫ দিন পর ২৫ জন প্রাক্তনীকে হস্টেল থেকে বের করার নির্দেশ। ৫ ছাত্রকে ৪টি সিমেস্টার, ১১জনকে ২টি সিমেস্টার থেকে বহিষ্কারের সুপারিশ তদন্ত কমিটির।
যাদবপুরকাণ্ডে ৪ জন বর্তমান পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার, সুপারিশ তদন্ত কমিটির। ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কর্তৃপক্ষকে।
র্যাগিং রুখতে এবার যাদবপুরে ইসরো। কীভাবে প্রযুক্তির ব্যবহার? ক্যাম্পাস ঘুরে দেখলেন ২ বিজ্ঞানী, কথা বললেন অধ্যাপকদের সঙ্গে।
বাঁকুড়ায় ভরদুপুরে শ্যুটআউট, গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! তৃণমূল নেতা-সহ গুলিবিদ্ধ ৩। কোর্ট থেকে জামিনে মুক্ত একজনকে নিয়ে পূর্ব বর্ধমানে ফেরার সময় হামলা।
WB News Live: সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি
হাওড়ার উলুবেড়িয়ায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। লক্ষাধিক টাকার সোনার গয়না ও টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত ব্যবসায়ী। কারা হামলা চালাল? খতিয়ে দেখছে উলুবড়িয়া থানার পুলিশ।
West Bengal News Live: ফায়ার স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী সুজিত বসু
সংস্কার করা হবে কালীঘাট ও টালিগঞ্জ দমকল কেন্দ্রের। খরচ হবে প্রায় ১৬ কোটি টাকা। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নতুন ভবনগুলি থেকে শুরু হবে কাজ। আজ পূর্ত দফতর-পুলিশ এবং দমকল আধিকারিকদের নিয়ে এই দুই ফায়ার স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী সুজিত বসু। সঙ্গে ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় পুর প্রতিনিধি।
WB News Live: জামিনে ছাড়া পাওয়ার পরেই শ্যুটআউট
জামিনে ছাড়া পাওয়ার পরেই শ্যুটআউট, এখনও হামলাকারীরা অধরা!শ্যুটআউটের সময় গাড়িতে থাকলে, কোথায় সেই সাদ্দাম? এখনও রহস্য
অভিযুক্ত সাদ্দাম এলাকায় দাগী অপরাধী বলে পরিচিত, খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত। কেন এক অভিযুক্তকে সঙ্গে নিয়ে ফিরছিল তৃণমূল নেতারা? এখনও রহস্য।
West Bengal News Live: গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময়কে সিবিআই জিজ্ঞাসাবাদ
গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময়কে সিবিআই জিজ্ঞাসাবাদ। টিএমসিপি নেতা কৃপাময় ঘোষকে নিজাম প্যালেসে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ।
WB News Live: ঝালদায় ফের হাতবদল
ঝালদায় (Jhalda) ফের হাতবদল, কংগ্রেসের (Congress) কাছ থেকে ফের পুরসভা তৃণমূলের (TMC)। নিহত তপন কান্দুর ভাইপো-সহ ৪ কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে। উন্নয়নে সামিল হতেই তৃণমূলে, এক সুর ৫ দলত্যাগীর। নির্দল কাউন্সিলর তথা ঝালদা পুরসভার চেয়ারপার্সনও তৃণমূলে। কংগ্রেস-নির্দলের ৫ কাউন্সিলরের সমর্থনে ঝালদায় তৃণমূল একাই ১০।