West Bengal News Live Updates: সন্দেশখালি নিয়ে কে সত্যি বলছেন? শনিবার তৃণমূলের পোস্ট করা এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
![West Bengal News Live Updates: সন্দেশখালি নিয়ে কে সত্যি বলছেন? শনিবার তৃণমূলের পোস্ট করা এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল West Bengal News Live Updates: সন্দেশখালি নিয়ে কে সত্যি বলছেন? শনিবার তৃণমূলের পোস্ট করা এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/05/924b1cfc3c3e0da19b784bcb56418bea1714868718428338_original.jpg)
Background
West Bengal News LIVE Updates: ভিড় সামলাতে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে মহুয়া মৈত্রর করা একটি মন্তব্য ঘিরে দানা বাধল বিতর্ক
ভিড় সামলাতে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে মহুয়া মৈত্রর করা একটি মন্তব্য ঘিরে দানা বাধল বিতর্ক। রবিবার নদিয়ার কালীগঞ্জে মহুয়ার সমর্থণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার স্থলেই অভিষেক পৌঁছনোর আগে মঞ্চ থেকে সমর্থকদের ভিড় সামাল দিচ্ছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। তখনই কয়েকজনকে সরাতে বলার প্রসঙ্গে তাঁর করা মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।
WB News LIVE Updates: ভোটের আবহে তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত হয়ে উঠল উত্তর কলকাতার গিরিশ পার্ক
ভোটের আবহে তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত হয়ে উঠল উত্তর কলকাতার গিরিশ পার্ক। অন্যদিকে ফুলবাগানে বিজেপি কর্মীর বোনের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
West Bengal News LIVE Updates: নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই মৃত্যু হল এক স্বপ্নের
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই মৃত্যু হল এক স্বপ্নের। ইমরান হোসেন, বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে। ইমরানের স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, চেয়েছিলেন একবার অন্তত এসএসসি পরীক্ষা দিতে। কিন্তু, সে স্বপ্ন অধরাই থেকে গেল ইমরানের। ২০১৪-য় আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতকোত্তর, ২০১৬-য় বিএড পাস। এরপর জোরকদমে শুরু করেছিলেন এসএসসি দেওয়ার প্রস্তুতি। কিন্তু, তারপর থেকে আর এসএসসি পরীক্ষাই হয়নি এরাজ্যে। দীর্ঘ ৮ বছরের অপেক্ষা। তার মধ্যেই এসএসসি পরীক্ষার দাবিতে ২০২০ সাল থেকে নিউ এসএসসি-এসএলএসটি একতা মঞ্চের ব্যানারে আন্দোলনে যোগ দেন তিনি। বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন কলকাতায়। পরিবারে একমাত্র উপার্জনের ভরসা ছিলেন তিনি। কিন্তু কী হবে, তা নিয়ে উৎকণ্ঠার মধ্যেই আজ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল, ইমরানের। মৃত্যু হল একটা স্বপ্নের।
WB News LIVE Updates: শাহজাহান গ্রেফতারে 'আক্ষেপ' অভিষেকের?
সন্দেশখালিকাণ্ডে বিজেপি মণ্ডল সভাপতির ভিডিও সামনে আসার পর, এবার শেখ শাহজাহানকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়ে কার্যত আক্ষেপের সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। সন্দেশখালিতে ভোটব্যাঙ্ক অটুট রাখতে কি শেখ শাহজাহানই তৃণমূলের কাছে একমাত্র ভরসা? প্রশ্ন তুলছে বিরোধীরা।
West Bengal News LIVE Updates: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক । কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে গো ব্যাক স্লোগান। তৃণমূলের গো ব্যাক স্লোগান, পাল্টা স্লোগান বিজেপির। প্রার্থী চলে যেতেই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, ২জন মেডিক্যালে ভর্তি । দল জড়িত নয়, স্থানীয়দের রোষ, পাল্টা দাবি তৃণমূলের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)