IPL 2025: আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ডের মালিক হলেন আর্চার
SRH vs RR: উল্টোদিকে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্য়াচেই বল হাতে নিজের আইপিএল কেরিয়ারের সবচেয়ে খারাপ পারফরম্যান্সটি করলেন ইংল্য়ান্ডের ডানহাতি ফাস্ট বোলার।

হায়দরাবাদ: আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন জোফ্রা আর্চার। রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে নেমেছিলেন এবারের আইপিএলে নিজের প্রথম ম্য়াচ। উল্টোদিকে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্য়াচেই বল হাতে নিজের আইপিএল কেরিয়ারের সবচেয়ে খারাপ পারফরম্যান্সটি করলেন ইংল্য়ান্ডের ডানহাতি ফাস্ট বোলার। টুর্নামেন্টের ইতিহাসে কোনও এক ম্য়াচে সবচেয়ে বেশি রান হজম করলেন আর্চার।
বেশ কয়েক মরশুম ধরেই রাজস্থান রয়্যালস দলের সদস্য জোফ্রা। এদিন সানরাইজারস হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক ও হেড শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্য়াটিং শুরু করেছিলেন। তার জন্যই জোফ্রাকে আক্রমণে নিয়ে আসার সিদ্দান্ত নিয়েছিল রাজস্থান অধিনায়ক। কিন্তু তা কাজে দেয়নি। প্রথম ওভারেই ২৩ রান খরচ করেন তিনি। ট্রাভিস হেড তাঁর বলে চারটি চার ও একটি ছক্কা হাঁকান।
এরপর বাকি তিন ওভারেও একেবারেই ছন্দ খুঁজে পেলেন না ইংল্য়ান্ড পেসার। কখনও বল স্লো করতে গিয়ে ওয়াইড করে ফেলছেন। কখনও অতিরিক্ত পেস বল করার চেষ্টায় তাঁর ব্যাটের কানায় লেগে বেরিয়ে যাচ্ছে বল। এই পরিস্থিতিতে কোনওভাবই নিজের নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না আর্চার। নিজের দ্বিতীয় ওভারে ১২ রান খরচ করেছিলেন আর্চার। তৃতীয় ওভারে তিনি দেন ২২ রান। শেষ ওবারে ১৯ রান খরচ করেন।
দুরন্ত শতরান ঈশানের
২০১৮ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়েই আইপিএল মাতিয়েছেন ঈশান কিষাণ। তবে এবারের নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। নিলামে সানরাইজার্স ঈশানকে দলে নেয়। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে যে কোনও তারকাই শুরুটা ভালভাবেই করতে চাইবেন। ঈশান শুরুটা করলেন স্বপ্নের মতো। শুরুর দিকে অভিষেক শর্মা ২৪ রানে ফেরার পর ঈশান ব্যাটে নামেন। তিনি ব্যাটে নামার পর যাতে রানের গতি না কমে, সেই দায়িত্ব ছিল ঈশানের কাঁধে। তিনি যে সেই দায়িত্ব একেবারে দুরন্তভাবে পালন করেন, তা বলাই বাহুল্য।
হেডের সঙ্গে মিলে ৩৮ বলে ৮৫ রান যোগ করেন ঈশান। হেডকে তুষার দেশপাণ্ডে ৬৭ রানে ফেরালেও ঈশান কিষাণ কিন্তু থামেননি। তিনি বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান। ২৫ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। তাঁর ব্যাটিংয়ে ছিল আগাগোড়া শাসন। স্পিন হোক বা ফাস্ট বোলিং, ঈশান সকলের বিরুদ্ধেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন। ২৬ বছর বয়সি তারকা শতরানের কাছাকাছি পৌঁছলেও কিন্তু তিনি এদিন থামেননি। পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োজনীয় ছিল, তেমনই আগ্রাসী মেজাজে ব্যাটিং করে যান তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
