West Bengal News Live Updates: মায়ের বাড়িতে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদি
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE

Background
West Bengal News Live:জেলবন্দি জ্য়োতিপ্রিয় মল্লিকের মদতেই শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি ইডি-র
সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে জোড়া চার্জশিট পেশ দুই কেন্দ্রীয় এজেন্সির। জেলবন্দি জ্য়োতিপ্রিয় মল্লিকের মদতেই শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি ইডি-র। ২০১৩ সালের পর থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর মদতে শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এখনও পর্যন্ত অন্তত ২৬১ কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে । সরবেড়িয়ার শেখ শাহজাহান মার্কেট সহ ২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও চার্জশিটে দাবি করেছে ইডি।
WB News Live: তারাতলার ইন্ডিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিতরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২
রেমালের দুর্যোগ কাটতে না কাটতেই মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায় । তারাতলার ইন্ডিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিতরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২
West Bengal News Live: বাংলাদেশের সাংসদকে খুনের পর দেহ টুকরো টুকরো করে বাথরুমে ফ্লাশ!
বাংলাদেশের সাংসদকে খুনের পর দেহ টুকরো টুকরো করে বাথরুমে ফ্লাশ! নিউটাউনে সেপটিক ট্যাঙ্কে মিলেছে মানুষের ৫ কেজি মাংস, হাড়, চুল, দাবি সিআইডি সূত্রে। নিউটাউনে আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার ৫ কেজি মাংস, হাড়, চুল, দাবি সিআইডি সূত্রে। উদ্ধার হওয়া মানুষের মাংস, চুল পাঠানো হল সিএফএসএলে, খবর সিআইডি সূত্রে।
PM Modi: বিবেকানন্দের স্মৃতিধন্য কন্যাকুমারীর রক মেমোরিয়ালে প্রধানমন্ত্রী
নির্বাচনী প্রচার শেষে বিবেকানন্দের স্মৃতিধন্য কন্যাকুমারীর রক মেমোরিয়ালে প্রধানমন্ত্রী। ৩০ মে সন্ধে থেকে ১ জুন সন্ধে পর্যন্ত ধ্যান করবেন নরেন্দ্র মোদি। এনিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
WB News Live: বাংলায় এসে কাকে হুঙ্কার প্রধানমন্ত্রীর ?
'১০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলাম না খাবো, না খেতে দেব। কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। এবার আমার গ্যারান্টি যে খাবে, সেটা বাইরে বার করব। যা লুঠ করা হয়েছে, সেটা কীকরে ফেরত দিতে হবে, তার জন্য আইনি ব্যবস্থা করছি। প্রায় ১৭০০০ কোটি টাকা মানুষের থেকে লুঠ করা হয়েছে, তা মানুষের কাছে ফেরত দিয়ে দেওয়া হয়েছে', অশোকনগরের সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
