Weather Update : বছরের প্রথম রবিবারই ম্যাজিকের মতো বদলাবে আবহাওয়া ? কী সঙ্কেত আবহাওয়া দফতরের ?
পূর্বাভাস, শীতের দাপুটে ইনিংসে একটু বিরতি পড়বে। অল্প অল্প করে বাড়তে পারে তাপমাত্রা।
কলকাতা : নতুন বছরের প্রথম সপ্তাহ শেষের পথে। ২০২৫ র শুরুতে কনকনে শীতের আমেজ ভোগ করল বঙ্গবাসী। কিন্তু রবিবার থেকেই ফের হাওয়া বদলের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। পূর্বাভাস, শীতের দাপুটে ইনিংসে একটু বিরতি পড়বে। অল্প অল্প করে বাড়তে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ায় বদল আসবে। রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের থাকবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনি ও রবি কুয়াশা বাড়বে। দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে শনিবার । রবিবার কুয়াশার সম্ভাবনা আরো বাড়বে। এরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তুরে হাওয়া। বাড়বে পুবালী হাওয়ার দাপট। সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসবে জলীয় বাষ্প। এর প্রভাবে রবিবার থেকেই ফের বাড়বে উষ্ণতা। মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশের থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ।
শনিবার কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ নদিয়া, এই পাঁচ জেলাতে। অন্যান্য জেলাতে ও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার থাকতে পারে। আগামীকাল রবিবার কুয়াশা আরো বাড়তে পারে।
আরও পড়ুন : ফের দুয়ারে সরকার, আপনার এলাকায় আছে ক্যাম্প? এভাবেই খুঁজে নিন মোবাইলে
উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত শুকনো আবহাওয়া থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতেরও সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ চার জেলাতে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি , উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে। মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কোথাও কোথাও।
কলকাতার আবহাওয়া
শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৩ শতাংশ।
আরও পড়ুন : ক্যান্সার আক্রান্ত রামকৃষ্ণদেব,সেটাই ছিল শেষ পয়লা জানুয়ারি,কল্পতরু দিবসে কী ঘটেছিল কাশীপুরে?