Overseas IIT in Emirates: এবার আরব আমিরশাহিতে আইআইটি, চুক্তি দুই দেশের
Overseas IIT in Emirates: ভারত ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে আইআইটি। সৌজন্যে ভারত সরকার ও আরব আমিরশাহি সরকারের মধ্যে হওয়া চুক্তি।
নয়াদিল্লি: ভারত ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে পা রাখতে চলেছে আইআইটি (IIT)। সৌজন্যে ভারত সরকার ও আরব আমিরশাহি (UAE) সরকারের মধ্যে হওয়া চুক্তি। সম্প্রতি দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে চুক্তি হয়েছে। তার মধ্যেই রয়েছে প্রযুক্তিগতশিক্ষা সংক্রান্ত চুক্তিও। তার ফলে শীঘ্রই সেই দেশে তৈরি হতে চলেছে আইআইটি। জানিয়েছেন, আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর। তবে সেই দেশের ঠিক কোথায় তৈরি হবে প্রতিষ্ঠান। সেই বিষয়ে এখনও দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে।
দুই দেশের সরকারের যৌথ বিবৃতিতে আরব আমিরশাহিতে আইআইটি (IIT) তৈরির কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বর্তমান সময়ে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরির প্রয়োজনীয়তা এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে (technological progress) সাহায্যের কথা ভেবেই দুই দেশের সরকার মিলে আরব আমিরশাহিতে (UAE) আইআইটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
আইআইটি ভারতের অত্যন্ত জনপ্রিয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও এই প্রতিষ্ঠানের খ্যাতি রয়েছে। এখন সারা দেশের বিভিন্ন জায়গায় ২৩টি আইআইটি রয়েছে। এবার বিদেশের মাটিতেও আইআইটি তৈরির সিদ্ধান্তে খুশির হাওয়া ভারতের শিক্ষক ও শিক্ষার্থী মহলে। দেশের সব আইআইটির জন্যই রয়েছে একটিমাত্র প্রবেশিকা পরীক্ষা। অত্যন্ত কঠিন সেই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে আইআইটিতে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। জেইই অ্য়াডভ্যান্সের (jee advanced) মাধ্যমেই মেলে সেই সুযোগ। ভারতের ক্ষেত্রে এই প্রবেশিকা পরীক্ষা দিয়ে পড়ার সুযোগ মিললেও, আরব আমিরশাহির মাটিতে চালু হতে চলা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কি একই নিয়ম থাকবে? সেই বিষয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত পৌঁছনো হয়নি।
সম্প্রতি দুই দেশের মধ্যে কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (CEPA) নামে চুক্তি হয়েছে। সেখানে আইআইটি তৈরি ছাড়াও আরও বেশকিছু ক্ষেত্রে চুক্তি সম্পন্ন হয়েছে। তার মধ্যে রয়েছে অর্থনৈতিক (economy) ক্ষেত্র, জলবায়ু বদল (climate change) সংক্রান্ত কাজের মতো একাধিক বিষয়।
আরও পড়ুন: আগামী বছর কবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা?
Education Loan Information:
Calculate Education Loan EMI