Government Job Portal: সরকারের ১টি ওয়েবসাইট থেকেই মিলবে ১৩ হাজার চাকরি! আর কী কী সুবিধা থাকছে?
Job Portal: কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে সেই লোকেরা অনেক সরকারী প্রকল্পের সুবিধা পেতে পারছে না। তারা সরকারী নথি তৈরি সহ তাদের গুরুত্বপূর্ণ সরকারী কাজগুলিও করতে পারছে না।
নয়া দিল্লি: সরকার জনগণের সুবিধার্থে অনেক ওয়েবসাইট চালু করেছে, যার সাহায্যে আপনি ঘরে বসেই আপনার কাজটি করতে পারবেন। কিন্তু অনেক সময় আমরা এই সব ওয়েবসাইট সম্পর্কে জানতে পারিনা। যার কারণে বারবার সরকারি অফিস যেতে হয়। শহরে থাকলে একরকম। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে সেই লোকেরা অনেক সরকারী প্রকল্পের সুবিধা পেতে পারছে না। তারা সরকারী নথি তৈরি সহ তাদের গুরুত্বপূর্ণ সরকারী কাজগুলিও করতে পারছে না।
এমন পরিস্থিতিতে, সরকার স্কিম এবং সরকারি কাজের সুবিধা জনগণের কাছে সহজলভ্য করার জন্য একটি অনলাইন পদ্ধতিও তৈরি করেছে, যার মাধ্যমে সরকারি কাজগুলি করা যেতে পারে। যে পোর্টালে এই সুবিধা পাবেন সেটি হল- services.india.gov.in।
দেশের নাগরিকরা প্রায় ১৩,৩৫০টি কাজের খোঁজ পাবেন এই একটি ওয়েবসাইট থেকে। এর জন্য আপনাকে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করতে হবে। এছাড়াও জন্মের শংসাপত্র, ট্যাক্স-এর বিস্তারিতও দিতে হবে। এর জন্য কোনও সরকারি দফতরে বারবার যেতে হবে না আপনাকে।
তবে শুধু চাকরিই নয় একাধিক সরকারি কাজের বিস্তারিত সব তথ্যও রয়েছে এখানে। এই সরকারি পোর্টালে অর্থ মন্ত্রকের ১২১টি পরিষেবা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের ১০০টি পরিষেবা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ৭২টি পরিষেবা, জনসাধারণ মন্ত্রকের ৬০টি পরিষেবা রয়েছে৷ অভিযোগ এবং পেনশন, শিক্ষা মন্ত্রকের বিভিন্ন পরিষেবা সংক্রান্ত ৪৬টি পরিষেবা, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের ৩৯টি পরিষেবা, বিদেশ মন্ত্রকের ৩৮টি পরিষেবা পাওয়া যাবে। আপনি আপনার পছন্দের পরিষেবাটি বেছে নিতে পারেন এবং এটির সুবিধা নিতে পারেন৷
উদাহরণ-
ধরা যাক আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন। প্রথমে services.india.gov.in লিঙ্কে ক্লিক করুন। এর পর ডান পাশে All category এ ক্লিক করুন। এখন পাসপোর্টের জন্য আবেদন করার জন্য আপনাকে যে পরিষেবাগুলি নিতে হবে, ভিসা এবং পাসপোর্টে ক্লিক করুন। এখানে Apply Online Passport এ ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পাসপোর্ট সেবার পোর্টালে পৌঁছে যাবেন। সেখানেই পাসপোর্টের জন্য আবেদন করুন।
আরও পড়ুন, রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?
Education Loan Information:
Calculate Education Loan EMI