WB Election 2021: বন্ধুর বাড়ির হেঁশেলের হালকা খাবারেই ভরসা শতরূপের
কসবা বিধানসভা কেন্দ্রে ফের একবার ভোট লড়াইয়ে সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ। প্রচারের ফাঁকে ঘরোয়া খাবার থেকেই এনার্জি ব্যাঙ্ক ভরাচ্ছেন তিনি। কখনও নিজের বাড়ি, কখনও বন্ধুর বাড়ির হেঁশেলের হালকা খাবারেই আস্থা রাখছেন সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কসবা বিধানসভা কেন্দ্রে ফের একবার ভোট লড়াইয়ে সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ। প্রচারের ফাঁকে ঘরোয়া খাবার থেকেই এনার্জি ব্যাঙ্ক ভরাচ্ছেন তিনি। কখনও নিজের বাড়ি, কখনও বন্ধুর বাড়ির হেঁশেলের হালকা খাবারেই আস্থা রাখছেন সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী।
সিপিএমের প্রার্থী তালিকায় এবার তারুণ্যের অভিযান। একুশের লড়াইয়ে ‘লাল ফেরাও হাল ফেরাও’ স্লোগানকে সঙ্গী করে দক্ষিণ ২৪ পরগনার কসবা কেন্দ্রে ফের ভোট লড়াইয়ে শতরূপ ঘোষের উপরই ভরসা রেখেছে আলিমুদ্দিন।
আশুতোষ কলেজের এসএফআই নেতা থেকে মূল স্রোতের রাজনীতিতে উঠে আসা শতরূপ ঘোষ। ২০১১ সালে মাত্র ২৫ বছর বয়সে প্রথম এই কসবা কেন্দ্র থেকেই ভোট লড়াইয়ের ময়দানে নামেন শতরূপ। ২০১৬ সালে দ্বিতীয়বার সিপিএম-এর টিকিটে কসবা থেকেই লড়াই করেন এই তরুণ বাম নেতা।২ বারই পরাজিত হন শতরূপ।
এবার তৃতীয়বারের লড়াই। ২০২১ -এ তাই একটু যেন বেশি উদ্যম নিয়ে ভোটের ময়দানে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী। বৃদ্ধতন্ত্রের শিকল ভেঙে, শতরূপের মতো তরুণ সৈনিকের কাঁধে ভর দিয়েই তাই দিনবদলের স্বপ্ন দেখছে লাল ব্রিগেড।
ঠা ঠা রোদেও নিয়ম করে প্রায় প্রতিদিনই নিজের বিধানসভা এলাকায় প্রচার করছেন শতরূপ। প্রচারে মাঝে কোনও না কোনও বন্ধু বাড়িতে সেরে নিচ্ছেন দুপুরের মধ্যাহ্নভোজ। কসবার সংযুক্ত মোর্চা (সিপিএম) প্রার্থী শতরূপ ঘোষ বলেন, ‘‘হালকা খাবার খাচ্ছি। বিভিন্ন বন্ধুর বাড়িতে খাচ্ছি। সুযোগ পেলে নিজের বাড়িতে মধ্যাহ্নভোজ সারছি।’’
শতরূপের দুপুরের মেনুতে থাকছে -ভাত, ডাল, শাক ভাজা, শুক্তো, চাটনি।
পুষ্টিবিদদের মতে, ভাত প্রধানত শর্করা সরবরাহ করে।শরীরে প্রোটিনের জোগান দেয় ডাল। শাক-সব্জিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে ভিটামিন-এ এবং বিপুল পরিমাণে ক্যালসিয়াম।
প্রিয় খাবার কী? শতরূপ ঘোষ বলেন, প্রিয় খাবার শুক্তো। খুব সাধারণ খাবারেই আমার মন ভরে যায়। একুশ মানে তারুণ্যের জয়গান। আর এই একুশের লড়াইয়ে বাম-ব্রিগেডকে অক্সিজেন দিতে চেষ্টার কসুর করবেন না, এমন দৃঢ়প্রতিজ্ঞ জেদই যেন দেখা গেল কসবার সিপিএম প্রার্থী শতরূপ ঘোষের চোখে।