Don 3: নতুন 'ডন' রণবীরকে শুভেচ্ছা জিনত আমনের, শীঘ্রই 'যোগ্য জংলি বিল্লি' পাওয়ার আশা অভিনেত্রীর
Zeenat Congratulates Ranveer: কাজ শুরু হয়েছে 'ডন ৩' ছবির। আগেরগুলোর মতোই দর্শকদের আশা ফের দুর্দান্ত গল্প ও অ্যাকশনে ভরপুর ছবি হবে এটি।
মুম্বই: এনার্জি, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও দুর্দান্ত অভিনয় ক্ষমতা, এই সবকিছুর মিশেল অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। এবার তিনি আইকনিক চরিত্র 'ডন'-এর (Don) মোড়কে নিজেকে মুড়ে ফেলতে চলেছেন। অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির আগামী ছবিতে অভিনেতার প্রথম লুক সোশ্যাল মিডিয়ায় আলোচনার উদ্রেক করেছে। এই আবহে সাম্প্রতিক একটি পোস্টে অভিনেতা নিজের 'ছোটবেলার স্বপ্ন সত্যি' হওয়ার কথা লিখেছেন। সেখানেই রণবীরকে শুভেচ্ছা জানালেন জিনত আমন (Zeenat Aman)।
নতুন 'ডন' রণবীরকে শুভেচ্ছা জিনত আমনের
কাজ শুরু হয়েছে 'ডন ৩' ছবির। আগেরগুলোর মতোই দর্শকদের আশা ফের দুর্দান্ত গল্প ও অ্যাকশনে ভরপুর ছবি হবে এটি। 'ডন' সিরিজ যেভাবে বছরের পর দর্শককে মোহমুগ্ধ করেছে সেই ধারা অব্যাহত থাকবে বলেই আশা সকলের। 'ডন ৩' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিংহ। ১৯৭৮ সালের 'ডন' ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন এবং সেই ছবিতে মুখ্য মহিলা চরিত্র 'রোমা'র ভূমিকায় ছিলেন জিনত আমন।
রণবীর সিংহ যখন এই নতুন চরিত্রের জুতোয় পা গলানোর প্রস্তুতি নিচ্ছেন, তাঁর বহুমুখী অভিনয় প্রতিভা সাড়া ফেলবে এবং ডনকে নতুন মোড়কে পরিবেশন করবে বলেই আশা নির্মাতাদের। তবে অমিতাভ বচ্চনের যেমন জিনত আমন ছিলেন বা শাহরুখ খানের যেমন প্রিয়ঙ্কা চোপড়া ছিলেন, রণবীর সিংহের 'জংলি বিল্লি' কে হবে তা এখনও জানা যায়নি। আর সেই আবহেই প্রথম 'জংলি বিল্লি' শুভেচ্ছা জানালেন নতুন ডনকে।
সম্প্রতি একটি পোস্টে রণবীর সিংহ লেখেন, 'ডন' সাম্রাজ্যের অংশ হওয়ার লক্ষ্য সম্পর্কে। সেখানেই জিনত আমন কমেন্ট করে লিখেছেন, 'শুভেচ্ছা, রণবীর! আশা করছি তোমার 'ডন' যেন শীঘ্রই উপযুক্ত 'জংলি বিল্লি' খুঁজে পায়।' যাঁরা 'ডন' ভক্ত বা এই ছবিগুলি দেখেছেন, তাঁদের কাছে 'জংলি বিল্লি' নামটি খুবই চেনা। এই নামে রোমাকে ডাকত ডন।
View this post on Instagram
আরও পড়ুন: Yaariyan 2: প্রেম, বিরহ, বিচ্ছেদে মোড়া কাহিনি নিয়ে দর্শককে মাতাতে আসছে 'ইয়ারিয়া ২', প্রকাশ্য়ে টিজার
ফারহান আখতারের পরিচালনায় তৈরি হচ্ছে 'ডন ৩'। তবে আগেই যেমন জানা গিয়েছিল, শাহরুখ খান থাকছেন না এই ছবিতে। ছবির আনুষ্ঠানিক ঘোষণার পরদিনই নতুন ডনের লুক প্রকাশ হয়। সোশ্যাল মিডিয়ায় যদিও নতুন ডনকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। ২০২৫ সালে এই ছবি মুক্তি পাওয়ার কথা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন