Bappi Lahiri Demise: 'আপনি অনেকের নাচ করার কারণ ছিলেন', বাপি লাহিড়িকে বলিউডের শ্রদ্ধা
সুরের জগতের আরও এক নক্ষত্রপতন। প্রয়াত বাপি লাহিড়ি। টলিউড থেকে বলিউড, অবাধ যাতায়াত ছিল তাঁর। 'ডিস্কো ডান্সার' থেকে শুরু করে 'উলালা উলালা' তাঁর গানের ছবির গানের তালে পা মিলিয়েছে আট থেকে আশি।
মুম্বই: সুরের জগতের আরও এক নক্ষত্রপতন। প্রয়াত বাপি লাহিড়ি। টলিউড থেকে বলিউড, অবাধ যাতায়াত ছিল তাঁর। 'ডিস্কো ডান্সার' থেকে শুরু করে 'উলালা উলালা' তাঁর গানের ছবির গানের তালে পা মিলিয়েছে আট থেকে আশি। আজ সেই শিল্পীর প্রয়াণে মনখারাপ বলিউডের। অক্ষয় কুমার থেকে শুরু করে বিদ্যা বালন, এ আর রহমান, ফিরে দেখলেন কিংবদন্তির স্মৃতি।
ট্যুইটারে শোকপ্রকাশ করে অক্ষয়কুমার (Akshay Kumar) লিখেছেন, 'আমরা আজ সুরের জগতের একজন তারকাকে হারিয়ে ফেললাম। বাপিদা, তোমার গান অনেকের নাচ করার কারণ। এমনকি আমারও। গানের মধ্যে দিনে খুশি আনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাপিদার পরিবারের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।'
'দ্য ডার্টি পিকচার' ছবিতে দর্শকদের মন কেড়েছিল 'উলালা উলালা'। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন বিদ্যা বালন (Vidya Balan)। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'বাপিদা, আমি চাই আপনি যেখানেই যান, আপনি খুশি থাকুন। কারণ আপনি মিউজিক জগতে খুশি এনেছেন আপনার সুরের মাধ্যমে। চিরকালের জন্য ভালোবাসা, বিদ্যা (আপনি এই নামেই আমায় ডাকতেন)'
সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানিয়ে এ আর রহমান (A R Rahman) লিখেছেন, 'হিন্দি ছবির ডিস্কো কিং, শান্তিতে ঘুমান।' অজয় দেবগণ লিখেছেন, 'হিন্দি ছবির জগতকে আরও বেশি কনটেম্পোরারির সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি। তাঁরা ছাড়াও হংসল মেহতা, অলকেশ লাহিড়ী সহ একাধিক তারকারা শিল্পীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।
৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। আসল নাম অলকেশ লাহিড়ি। কিন্তু পরিচিত হন বাপি লাহিড়ি নামে। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’ জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমার সম্পর্কে বাপির মামা। ফলে ছোট থেকে সাঙ্গীতিক পরিবেশে বড় হয়েছেন বাপি লাহিড়ি।
আরও পড়ুন: আমাদের জুটিটা অদ্ভুতভাবে কাজ করেছিল, বিশ্বাস করতে চাইছি না বাপি লাহিড়ি নেই: প্রসেনজিৎ
শুরুটা ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে। ১৯৭৫ সালে হিন্দি ছবি জখমি দিয়ে কেরিয়ার শুরু। এরপর ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে জনপ্রিয় হয়ে ওঠেন বাপি লাহিড়ি। একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং। ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’, ‘হিম্মতওয়ালা’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’-এর মতো ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’-সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন।
গায়কীর নিজস্বতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল।