(Source: ECI/ABP News/ABP Majha)
Bollywood Update: একপর্দায় একসঙ্গে বরুণ ধবন ও সলমন খান, কোন সিনেমায় দেখা মিলবে?
'Baby John': দক্ষিণের তারকা চিত্রনির্মাতা ও 'জওয়ান' খ্যাত পরিচালক অ্যাটলি রয়েছেন এই ছবির প্রযোজনা ও নিবেদনের দায়িত্বে। সম্প্রতি নির্মাতাদের তরফে বরুণ ধবনের একটি নতুন লুক পোস্টার শেয়ার করা হয়।
মুম্বই: এবার এক পর্দায় অভিনয় করতে দেখা যাবে বরুণ ধবন (Varun Dhawan) ও সলমন খানকে (Salman Khan)। শোনা যাচ্ছে 'অক্টোবর' অভিনেতার পরবর্তী ছবি 'বেবি জন'-এ (Baby John) ক্যামিও চরিত্রে (Cameo Role) দেখা যেতে পারে সলমনকে। তেমনই খবর দিলেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh)।
বরুণ ধবনের 'বেবি জন' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা মিলবে সলমনের?
ফিল্ম সমালোচক তরণ আদর্শ জানাচ্ছেন সলমন খানকে দেখা যাবে বরুণ ধবনের 'বেবি জন' ছবিতে, ক্যামিও চরিত্রে। এমনকী এও শোনা যাচ্ছে যে তিনি এই সপ্তাহান্তেই ওই অংশের শ্যুটিং সেরে ফেলবেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ''বেবি জন' ঝলক: অন্যতম শ্রেষ্ঠ মাস সিনেমা... সলমন খান ক্যামিও শ্যুটিং করবেন এই সপ্তাহান্তে...।'
দক্ষিণের তারকা চিত্রনির্মাতা ও 'জওয়ান' খ্যাত পরিচালক অ্যাটলি রয়েছেন 'বেবি জন' প্রযোজনা ও নিবেদনের দায়িত্বে। সম্প্রতি নির্মাতাদের তরফে বরুণ ধবনের একটি নতুন লুক পোস্টার শেয়ার করা হয়। তাঁর লম্বা চুল ও মুখ ভর্তি দাড়ি। লড়াই করতে যে তিনি তৈরি, বেশ বোঝা যাচ্ছে।
এ কালেশ্বরণ পরিচালনা করছেন 'বেবি জন' ছবির। বরুণ ছাড়াও ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি, জ্যাকি শ্রফ, রাজপাল যাদবকে। এই ছবির হাত ধরেই হিন্দি সিনেমার দুনিয়ায় পা রাখতে চলেছেন কীর্তি সুরেশ। চলতি বছর বড়দিনের আবহে, ২৫ ডিসেম্বর মুক্তি পাবে 'বেবি জন'।
View this post on Instagram
আরও পড়ুন: Chalchitro: কলকাতার বুকে একের পর এক খুন, রহস্য সমাধানে আসছেন টোটা, শান্তনু, অনির্বাণ
অন্যদিকে, এই ছবির পাশাপাশি সলমন খানের হাতে রয়েছে 'সিকন্দর'। এই ছবির হাত ধরেই ফের একত্রিত হবেন সলমন খান ও সাজিদ নাদিয়াদওয়ালা। এর আগে তাঁরা একসঙ্গে 'কিক', 'জুড়ওয়া', 'মুঝসে শাদি করোগি'র মতো ছবি তৈরি করেছেন যা সাফল্য লাভ করেছে বক্স অফিসেও। এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী বছর ইদে। এছাড়াও সলমনকে দেখা যাবে আদিত্য চোপড়ার 'টাইগার ভার্সেস পাঠান' ছবিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।