(Source: ECI/ABP News/ABP Majha)
Salman Khan Death Threats: তুলে নিয়ে যাওয়া হবে প্রেমিকাকে, কে হুমকি দিয়েছিল সলমনকে? মুখ খুললেন অভিনেতার প্রাক্তন
Somy Ali: সোমিকে অপহরণ করা হবে বলেও হুমকি দেওয়া হয় অভিনেতাকে!
মুম্বই: লাগাতার খুনের হুমকি পেয়ে চলেছেন বলিউড অভিনেতা সলমন খান। মোটা টাকা মুক্তিপণ চেয়ে হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। সেই আবহে এবার নয়া তথ্য সামনে আনলেন অভিনেতার প্রাক্তন প্রেমিকা সোমি আলি। সোমির দাবি, এই প্রথম মাফিয়াদের কাছ থেকে খুনের হুমকি পাচ্ছেন না সলমন। নয়ের দশকেও বারংবার হুমকি পেয়েছেন সলমন। এমনকি সোমিকে অপহরণ করা হবে বলেও হুমকি দেওয়া হয় অভিনেতাকে। (Salman Khan Death Threats)
সংবাদ সংস্থা IANS-এ মুখ খুলেছেন সোমি। জানিয়েছেন, সলমনের সঙ্গে সেই সময় সম্পর্ক ছিল তাঁর। প্রায় তিন বছর একছাদের নীচে থেকেওছেন। মুম্বইয়ের 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে'ই থাকছিলেন তাঁরা। সেই সময় বিভিন্ন পার্টিতে, বিভিন্ন আলাপ-আলোচনায় মাফিয়া, আন্ডারওয়র্ল্ডের কথা উঠে আসত। সরাসরি যদিও কেউই নাম নিতেন না, কিন্তু দাউদ ইব্রাহিম, ছোটা শাকিলের বলিউড-যোগ তখন জোর চর্চায়। (Somy Ali)
সোমির কথায়, "দিব্যা ভারতী আমার প্রিয় বান্ধবী ছিল। বেঙ্গালুরুতে 'আন্দোলন' ছবির সময় আমাদের বন্ধুত্ব গাঢ় হয়। আন্ডারওয়র্ল্ড কী, জানতে চেয়েছিলাম আমি দিব্যার কাছে। দিব্যা আমার কাছে জানতে চায়, মাফিয়া সম্পর্কে কিছু জানি কি না। উত্তরে আমি জানাই, হ্যাঁ, ইতালির মাফিয়ার কথা শুনেছি। তাতে দিব্যা বলে, মাফিয়া, আন্ডারওয়র্ল্ড একই জিনিস।"
সলমনের বাড়ির ল্যান্ডলাইনে হুমকি আসত বলে দাবি করেছেন সোমি। তাঁর কথায়, "তিন বছর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমনের সঙ্গে ছিলাম আমি। একবার বেডরুমের ল্যান্ডলাইনে ফোন আসে। আমিই ধরে। অন্য দিক থেকে একজন আমাকে অপহরণের হুমকি দেয়। বলে, 'সলমনে বলে দিও, সোমি আলিকে তুলে নিয়ে যাব আমরা'। সলমনকে সেকথা জানালে ও অস্থির হয়ে পড়ে। তবে পরিস্থিতি সামলে নেয়। কী ভাবে সামলেছিল, তা আমি জানি না।"
সোমি জানিয়েছেন, ফোনে হুমকি দিচ্ছিল, তা বেশ কয়েক বার সলমনের কাছে জানতে চান তিনি। কিন্তু সলমন কোনও জবাব দেননি। বরং এসব তাঁর না জানা ভাল বলে গোটা বিষয়টি এড়িয়ে যায়। বয়স কম ছিল, সাদাসিধে ছিলেন, তাই সলমন এসব থেকে তাঁকে দূরে রাখতেন বলেও দাবি করেছেন সোমি। বেশ কয়েক বছর ধরে বিশ্নোই গ্যাংয়ের থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন। তাঁর বাড়ির সামনে গুলি চলেছে। খুন হয়েছেন ঘনিষ্ঠ বলে পরিচিত, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। সেই নিয়ে যখন তদন্ত চলছে, ঠিক সেই সময়ই নয়া তথ্য খোলসা করলেন সোমি।