Cataract Surgery: ছানি অপারেশন হয়েছে? কী কী মেনে চলবেন?
Health Tips: ছানি অপারেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে অস্ত্রোপচারের পরের বেশ কিছু দিন। কঠোরভাবে নিয়ম মেনে চলতে হয়। ধৈর্য্য ধরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাই ভাল।
কলকাতা: চল্লিশ পেরোলেই চালসে। এমন একটি প্রবাদ রয়েছে বাংলায়। সেটা কতটা সত্যি জানা নেই, তবে বয়স বাড়সে চোখে ছানি পরার ঘটনা কিন্তু খুব স্বাভাবিক। বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন বয়সে ছানি পরে। ছানি (Cataract) অপারেশন নিয়ে আগে চিন্তা থাকত। কারণ কাঁটাছেড়ার বিষয় ছিল। অনেক বেশি দিন লাগতে সুস্থ হতে। কিন্তু এখন সেই ভাবনা আর নেই। খুব সহজেই, সামান্য কিছু সময়েই ছানি অস্ত্রোপচার (Operation) হয়ে যায়।
ছানি কী?
চোখের প্রাকৃতিক লেন্সের উপর একটি আস্তরণ পরে যায়। অস্ত্রোপচারের মাধ্যমে সেটিই সরিয়ে একটি কৃত্রিম লেন্স (Lense) বসিয়ে দেওয়া হয়।
ডাক্তাররা জানাচ্ছেন, ইদানিং কালে ছানি অপারেশনে সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হচ্ছে 'ফেকো' বা 'phacoemulsification'। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন আরও উন্নত অস্ত্রোপচারের প্রযুক্তি এসে গিয়েছে। তার নাম 'Minimal incision cataract surgery'। এই পদ্ধতিতে সেলাইয়ের কোনও প্রয়োজন নেই। যার ফলে আরও দ্রুত সুস্থ হয়ে ওঠা যায়। তবে ছানি অপারেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে অস্ত্রোপচারের পরের বেশ কিছু দিন। কঠোরভাবে নিয়ম মেনে চলতে হয়। এক একজনের ক্ষেত্রে সুস্থ হতে এক একরকম সময় লাগে। ফলে ধৈর্য্য ধরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাই ভাল।
ছানি অস্ত্রোপচারের পর কী কী করা যাবে:
স্নান করা যাবে, কিন্তু চোখে যেন জল না লাগে। অস্ত্রোপচারের (Operation) পর কিছুদিন যতটা সম্ভব বিশ্রাম নিতে হবে। বাইরে ধীরে ধীরে হাঁটাচলা করা যাবে। চোখে যেন কোনওরকম আঘাত না লাগে। বই পড়া যাবে। নির্দিষ্ট সময় মেনে আইড্রপ দিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী টিভি দেখা বা কম্পিউটারে কাজ করা যাবে।
অস্ত্রোপচারে পর বেশ কিছুদিন কিছু কিছু কাজ করা বারণ থাকে।
কী কী করা বারণ:
হাত না ধুয়ে চোখে হাত নয়। চোখ চুলকানো বা চোখ ডলা যাবে না। চোখে জলের ঝাপটা দেওয়া যাবে না। কোনওরকম ভারী কাজ করা যাবে না। সুইমিং পুলে সাঁতার কাটা যাবে না। গাড়ি চালানো যাবে না। চোখে চাপ পরে এমন যে কোনও কাজ বারণ করা থাকে। ডাক্তার বলে না দেওয়া পর্যন্ত এই কাজগুলি করা যায় না।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
আরও পড়ুন: কথায় কথায় বাচ্চা রেগে যাচ্ছে? কী করবেন?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )