COVID-19 ICMR Fake Advisory: কী করবেন, কী করবেন না - ভুয়ো গাইডলাইন ছড়াচ্ছে, সতর্ক থাকুন
এদিন টুইটে সংস্থার তরফে জানানো হয়েছে, একটি ফেক নির্দেশিকা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তবে আইসিএমআর এমন কোনও নির্দেশিকা ইস্যু করেনি। এটি সম্পূর্ণ ভুয়ো।
নয়াদিল্লি: করোনার প্রকোপে ত্রস্ত গোটা দেশ। তার ওপর সোশ্যাল মিডিয়ায় একাধিক বিভ্রান্তিকর তথ্য এবং ভুয়ো গাইডলাইন। এই পরিস্থিতিে যা আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। আইসিএমআরের নাম করেও সম্প্রতি একটি ভুয়ো নির্দেশিকা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তবে আইসিএমআর এমন কোনও গাইডলাইন প্রকাশ করেনি বলেই স্পষ্ট জানিয়েছে।
শুক্রবার টুইটে সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে সতর্ক করা হয়েছে। আইসিএমআর ফেক ওই নির্দেশিকা টুইটে পোস্ট করে জানিয়েছে, 'একটি ফেক নির্দেশিকা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তবে আইসিএমআর এমন কোনও নির্দেশিকা ইস্যু করেনি। এটি সম্পূর্ণ ভুয়ো। '
This is circulating in different social media platform. ICMR did not issue any such guideline or advisory. It is #Fake circulation. #FactCheck #FakeNews pic.twitter.com/FeusTaOiWM
— ICMR (@ICMRDELHI) May 6, 2021">
বেশকিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে এই নির্দেশিকা নিয়ে। ওই নির্দেশিকায় করোনা সংক্রান্ত প্রায় ২১টি বিধিনিষেধ জানানো হয়েছে। এই সময়ে কী করবেন কী করবেন না তার একটি বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে সেখানে। সবমিলিয়ে নির্দেশিকার বক্তব্য় করোনার ভয়াবহতা এখনই শেষ হবে না। আর এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই কার্যত ভয় পেয়েছেন অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই গাইডলাইনে জানানো হয়েছে, করোনা আবহে লকডাউন হোক বা না হোক-আগামী এক বছর পর্যন্ত এই নিয়মগুলি মেনে চলতেই হবে সাধারণ মানুষকে। ২ বছরের জন্য বিদেশ যাত্রা স্থগিত করার পাশাপাশি এক বছরের জন্য বাইরের খাবার খাওয়ার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।
নির্দেশিকায় বলা হয়েছিল, 'আপাতত দু'বছরের জন্য বিদেশ যাওয়া স্থগিত করুন', 'বাইরের খাবার খাবেন না, আপাতত এক বছর, জুতো পরে বাড়িতে ঢুকবেন না', 'বেল্ট, ঘড়ি ইত্যাদিও বর্জন করুন। কাশি সর্দি হয়েছে এমন মানুষের থেকে দূরে থাকুন' ইত্যাদি। তবে আইসিএমআর স্পষ্ট করেছে যে, নির্দেশিকাটি সম্পূর্ণ ভুয়ো। এমন কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি সাধারণের ওপর।