(Source: Poll of Polls)
Delhi School Bomb Threat : দিল্লির ৮০ টিরও বেশি স্কুলে বোমাতঙ্ক ! তড়িঘড়ি বাড়ি পাঠানো হল পড়ুয়াদের, চলছে চিরুনিতল্লাশি
Bomb Threat : হুমকি ইমেলগুলির প্যাটার্নটি একই । এগুলিতে না আছে ডেটলাইন , মেইলে বিসিসির উল্লেখ করা হয়েছে, যার অর্থ একটি মেইল অনেক জায়গায় পাঠানো হয়েছে।
নয়া দিল্লি : গতকালই কলকাতার জাদুঘর থেকে রাজভবন সব জায়গায় তৈরি হয়েছিল বোমাতঙ্ক ! রাজভবন সহ সরকারি দফতরে বিস্ফোরক রাখার দাবি করে হুমকির ইমেল ঘিরে রাজ্য়জুড়ে ছড়ায় চাঞ্চল্য়। আর ঠিক এর পরদিন সকালেই বোমাতঙ্ক ছড়াল দিল্লি-এনসিআরের বেশ কয়েকটি স্কুলে। জানা গিয়েছে, ইমেলের মাধ্যমে বোমার হুমকি দেওয়া হয়েছে স্কুলগুলিকে। আর তার ফলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। স্থানীয় পুলিশ হুমকি - ইমেল পাওয়ার পর সমস্ত স্কুলগুলি খালি করা হয়েছে। পুলিশ স্কুলগুলির কোনায় কোনায় তল্লাশি চালাচ্ছে ।
এর মধ্যে রয়েছে একাধিক নামি স্কুল। খবর পেয়েই অনুসন্ধান শুরু করেছে পুলিশ। দিল্লি পুলিশ, বোমা স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এবং দিল্লির দমকল বিভাগের আধিকারিকরা স্কুলগুলিতে তল্লাশি অভিযান শুরু করেছে। দিল্লি দক্ষিণ পশ্চিমের ডিসিপি রোহিত মীনা জানিয়েছেন, ' আমাদের কাছে খবর আসে, একই ইমেল প্রায় ৪ টে ১৫ নাগাদ বেশ কয়েকটি স্কুলে পাঠানো হয়। আমরা ব্যবস্থা নিয়েছি। স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে। ছাত্রদের বাড়ি পাঠানো হয়েছে।' দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধে থেকে বেশ কয়েকটি জায়গায় হুমকি ইমেল পাঠানো হয়েছে এবং সেগুলির প্যাটার্নটি একই । এগুলিতে না আছে ডেটলাইন , মেইলে বিসিসির উল্লেখ করা হয়েছে, যার অর্থ একটি মেইল অনেক জায়গায় পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইমেলগুলি পাঠানোর জন্য ব্যবহৃত আইপি-টি রাশিয়ার । দিল্লি পুলিশের সন্দেহ, আইপি টি ভিপিএন-এর মাধ্যমে মাস্ক করা হয়ে থাকতে পারে।
যেসব স্কুলগুলি বোমার হুমকি পেয়েছে, তার মধ্যে রয়েছে, নয়ডার দিল্লি পাবলিক স্কুল, দিল্লির মাদার মেরি স্কুল, সংস্কৃতি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, বসন্ত কুঞ্জের দিল্লি পাবলিক স্কুল, এবং সাকেতের অ্যামিটি স্কুল ।
দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি সংবাদমাধ্যমকে জানান, ছাত্রদের সরিয়ে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ স্কুলগুলিতে তল্লাশি চালাচ্ছে। তিনি আরও বলেন, 'এখনও পর্যন্ত কোনও স্কুলে কিছুই পাওয়া যায়নি। তিনি অভিভাবকদের আতঙ্কিত না হওয়ারও অনুরোধ করেছেন। স্কুল কর্তৃপক্ষ যখনই প্রয়োজন তখনই অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করবে৷'
দিল্লি-এনসিআর-এর স্কুলগুলিতে এই ধরনের হুমকি ইমেল প্রথমবার নয়। এই বছর ফেব্রুয়ারিতে এবং গত বছরের এপ্রিলে, বেশ কয়েকটি স্কুলে একই ধরনের হুমকি ইমেল যায়। তবে সবকটিই ছিল ভুয়ো।
নয়ডার দিল্লি পাবলিক স্কুলের অধ্যক্ষ কামিনী ANI কে জানিয়েছেন, হুমকি ই-মেল পাওয়ার পর তারা পুলিশকে জানিয়েছেন। ছাত্রদের নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না। অভিভাবকদের জানানো হয়েছে। পড়ুয়াদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
শনিবার বিকেল থেকেই ঘনাবে মেঘ ? বড় সুখবর আবহাওয়া দফতরের