Arvind Kejriwal: মমতাকে জেলে ভরার পরিকল্পনা বিজেপি-র, তাহলেই বাংলায় রাস্তা সাফ, দাবি কেজরিওয়ালের
Kejriwal on Mamata: আম আদমি পার্টির একটি দলীয় সমাবেশের মঞ্চ থেকে এই দাবি করেছেন কেজরিওয়াল।
নয়াদিল্লি: রাজনৈতিক স্বার্থে বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েইছে। এবার মারাত্মক দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর দাবি, শুধুমাত্র তাঁকেই নিশানা করা হচ্ছে না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) জেলে ভরার পরিকল্পনা রয়েছে বিজেপি-র। কেজরিওয়ালের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। (Kejriwal on Mamata)
আম আদমি পার্টির একটি দলীয় সমাবেশের মঞ্চ থেকে এই দাবি করেছেন কেজরিওয়াল। তাঁর বক্তব্য, "বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং দুর্নীতিতে জর্জরিত গোটা দেশ। এই জুমলাবাজি করে কতদিন চলবে! মানুষ অত্যন্ত ক্ষুব্ধ তাই যত আঞ্চলিক দলের নেতা রয়েছেন, তাঁদের জেলে ভরার পরিকল্পনা করছে বিজেপি। আঞ্চলিক দলের নেতারা জেলবন্ধি থাকলে প্রচার করতে পারবেন নাষ সেই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি ভোটে জেতার কথা ভাবছে।"
নিয়োগ থেকে কয়লা, গরুপাচার এবং সর্বোপরি রেশন দুর্নীতি মামলায় এই মুহূর্তে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। অন্য অবিজেপি রাজ্যগুলিতেও লাগাতার CBI এবং ED হানার ঘটনা সামনে আসছে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নামও আবগারি মামলায় টানা হয়েছে। সেই আবহেই এমন মন্তব্য করেছেন কেজরিওয়াল। আসন্ন লোকসভা নির্বাচনের আগে পরিকল্পনামাফিকই বিজেপি বিরোধীদের এক এক করে নিশানা করছে বলে দাবি তাঁর।
मोदी जी जिन जिन से डर रहे है उन्हें जेल में डाल रहे हैं,,@ArvindKejriwal @AapKaGopalRai pic.twitter.com/M5k0xZb1mc
— Amit Sharma (Jagatpuriya) (@AmitSharma_AAP) November 19, 2023
দলের সমাবেশে কেজরিওয়াল বলেন, "আমাকে জেলে ভরার পরিকল্পনা রয়েছে ওদের। তবে শুধু আমাকেই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরার পরিকল্পনাও রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরতে পারলে পশ্চিমবঙ্গে বিজেপি-র রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তেজস্বী যাদবকেও জেলে ভরার পরিকল্পনা করে রেখেছে বিজেপি। তাহলে বিহারেও বেরিয়ে যাবে বিজেপি। হেমন্ত সোরেনকে জেরে ভরতে পারলে ঝাড়খণ্ড বের করে নেওয়া যাবে বলে মনে করছে বিজেপি।"
দলের নেতা, কর্মী এবং সমর্থকদের উদ্দেশে কেজরিওয়াল বলেন, “আমিই সম্ভবত প্রথম মুখ্যমন্ত্রী, যিনি ৪৯ দিন পর পদত্যাগ করেছিলাম। কেউ পদত্যাগ করতে বলেননি আমাকে। আপনারা বাড়ি বাড়ি যান। সকলকে জিজ্ঞেস করুন, জেল থেকে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়া উচিত কিনা আমার? বিজেপি-র ষড়যন্ত্রের কথা জানান মানুষকে। ওদের একটি আসনও পেতে দেওয়া যাবে না।” নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি বিরোধীদের বেছে বেছে নিশানা করছে বলে অভিযোগ করেন কেজরিওয়াল। এমন একটি দিন আসবে, যেদিন কংগ্রেস বা বিজেপি নয়, আম আদমি পার্টি সকলকে ছাপিয়ে যাবে বলেও দাবি করেন।