Prabhas: অনুষ্কা, কৃতি অতীত, হায়দরাবাদের কন্যার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস?
Prabhas Marriage: শোনা যাচ্ছে, এবার নাকি সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস। কোনও নায়িকা নয়, তিনি নাকি হায়দরাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যার প্রেমে পড়েছেন।

কলকাতা: সদ্যই তাঁর বিয়ে নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এতদিন বারে বারেই দক্ষিণের এই তারকার নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর সঙ্গে। শোনা গিয়েছে, অভিনেতা নাকি প্রেম করছেন। তবে সেই সমস্ত গুঞ্জন কেবল থেকে গিয়েছে গুঞ্জনেই। কখনোই প্রেম নিয়ে কোনও সিলমোহর পড়ার মতো আলোচনা শোনা যায়নি নায়ক বা কোনো নায়িকার তরফেই। তবে এবার নাকি, অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস (Prabhas)। বছর ৪৫-এর এই নায়কের বাস্তব জীবনের নায়িকাটি কে?
'বাহুবলী' চলাকালীন শোনা গিয়েছিল, অনুষ্কা শেট্টির সঙ্গে নাকি প্রেম করছেন প্রভাস। বড়পর্দায় তাঁদের জুটি এতটাই জনপ্রিয় হয় যে দর্শকেরা বাস্তব জীবনেও তাঁদের পাশাপাশি দেখতে চেয়েছিলেন। অনুষ্কা আর প্রভাসের সম্পর্ক ব্যক্তিগত জীবনেও বেশ ভাল। সেই থেকেই প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে এ নিয়ে মুখ খোলেননি অনুষ্কা বা প্রভাস কেউই। সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায়, এ কেবলই গুঞ্জন ছিল। বাস্তব জীবনে অনুষ্কা আর প্রভাস মোটেই প্রেম করছেন না।
এরপরে, 'আদিপুরুষ' ছবিতে অভিনয় করার সময় কৃতি শ্যানন (Kriti Shanon)-এর সঙ্গে নাম জড়িয়েছিল। সেই সময়ে কৃতি প্রভাসকে নিয়ে একাধিক প্রশংসাসূচক কথা বলেছিলেন। সেই সময়ে শোনা দিয়েছিল, কৃতি নাকি প্রভাসের সঙ্গে প্রেমে পড়েছেন। তবে পরবর্তীতে জানা যায়, সবটাই ভুয়ো। মোটেই কৃতি ও প্রভাস প্রেম করছিলেন না। এরপরে প্রভাসের সম্পর্কে একাধিকবার বিয়ের গুঞ্জন কানে আসলেও, কখনোই কোনও গুঞ্জনে সিলমোহর পড়েনি।
তবে শোনা যাচ্ছে, এবার নাকি সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস। কোনও নায়িকা নয়, তিনি নাকি হায়দরাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যার প্রেমে পড়েছেন। তবে এই বিয়ে একেবারেই দেখাশোনা করে বিয়ে। বিয়ের প্রস্তুতিও নাকি অনেকটা এগিয়ে গিয়েছে। প্রভাসের কাকা তথা অভিনেতা-রাজনীতিবিদ কৃষ্ণন রাজুর স্ত্রী শ্যামলা দেবী নাকি বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব নিয়েছেন। তবে কবে প্রভাস সাত পাকে বাঁধা পড়বেন বা এই নায়িকা কে, সেই তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
আগামীদিনে প্রভাসকে দেখা যাবে 'কল্কি' ছবির সিক্যুয়ালে। এই ছবিতে রয়েছেন, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), কমল হাসান (Kamal Hassan) ও অন্যান্য তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী। এই ছবির শ্যুটিংয়ের অনেকাংশই হয়ে গিয়েছে। তবে দীপিকা পাড়ুকোন সন্তান হওয়ার পরে এখনও শ্যুটিং ফ্লোরে ফেরেননি। সেই কারণেই টিম কল্কি-কে শেষ মুহূর্তের ছবির শ্যুটিং শেষ করার জন্য।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
