PM's Security Breach: ভাতিন্দায় প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ার ঘটনায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিজিপি-র ইস্তফা দাবি বিজেপির
BJP Demands Punjab Home Minister & DGP's Resignation : এই ঘটনায় তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করলেন এক আইনজীবী। শুক্রবার এই আবেদনের ওপর শুনানি হবে।
নয়দিল্লি : ভাতিন্দায় প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ার ঘটনায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী (Punjab Home Minister) ও ডিজিপি-র ইস্তফা দাবি বিজেপির। এদিন রাজ্যপালের (Punjab governor Banwarilal Purohit) সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয় বিজেপির প্রতিনিধিদল।
পাঞ্জাবের ফিরোজপুরে বুধবার সভা ছিল প্রধানমন্ত্রীর। সভাস্থলে যাওয়ার সময় ভাতিন্দার কাছে আটকে পড়ে প্রধানমন্ত্রীর (Narendra Modi) কনভয়। অন্যদিকে এই ঘটনায় তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করলেন এক আইনজীবী। শুক্রবার এই আবেদনের ওপর শুনানি হবে।
নিরাপত্তায় বড় গাফিলতি হয়েছে বলে বিবৃতি দিয়ে, পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাল্টা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, নিরাপত্তায় কোনও ত্রুটিই ছিল না। বিষয়টি নিয়ে, অযথা রাজনীতি করছে বিজেপি। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পাঞ্জাব সরকার। তিনদিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। পাঞ্জাবের ফিরোজপুরে গতকাল সভা ছিল প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন :
চাঁদনি চকে ভয়াবহ আগুন , ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন
পাঞ্জাবের ফিরোজপুরের কাছে, মিনিট কুড়ি আটকে ছিল প্রধানমন্ত্রীর গাড়ি। তারপর কনভয় ঘুরিয়ে তিনি ফিরে যান। সূত্রের খবর, বিমানবন্দরে ফিরে শ্লেষের সুরে আধিকারিকদের বলেন, বেঁচে ফিরতে পেরেছি, এই অনেক! এর জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন। তারপরই এই ঘটনা ঘিরেই দেশজুড়ে তোলপাড় পড়ে যায়! প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি হয়েছে বলে বিবৃতি দিয়ে কংগ্রেস সরকারের কাছে রিপোর্ট চেয়েছে অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রক। অমিত শাহ কার্যত হুঁশিয়ারির সুরে ট্যুইট করেন,এর জন্য কে দায়ী, তা চিহ্নিত করা হবে। পাল্টা সাংবাদিক বৈঠক করে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও গাফিলতি হয়নি। কোনও আশঙ্কা ছিল না বিজেপি অযথা বিষয়টি নিয়ে রাজনীতির জলঘোলা করছে।
কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ট্যুইট করেছেন, ' পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নি ফোনে কথা বলতে, কিংবা এই সমস্যার সমাধান করতে অস্বীকার করেন। পাঞ্জাব সরকার যে কৌশল নিয়েছে, তা গণতন্ত্রে বিশ্বাসী যে কোনও মানুষকে যন্ত্রণা দেবে। ' পাল্টা কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর ফাঁকা সভাস্থল ও খালি চেয়ারের এই ভিডিও ট্যুইট করে লিখেছেন, ' সভা বাতিলের আসল কারণ। কিন্তু, পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রীকে অপমান করতে, শাহ-নাড্ডা মিথ্যে অভিযোগ তুলছেন। এটা কি ঠিক?'
বুধবার পাঞ্জাবের জাতীয় শহিদ স্মারকে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ভাটিন্ডা থেকে হেলিকপ্টারে তাঁর সেখানে পৌঁছনোর কথা ছিল। খারাপ আবহাওয়ার কারণে পরিকল্পনা বদলে তাঁকে সড়কপথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।