Google Monetary Penalty: অ্যাপলের লক্ষ্য প্রযুক্তির উন্নয়ন, আপনাদের টাকা রোজগার, গুগলকে ১৩৩৭ কোটির জরিমানা কেন্দ্রের
CCI: কেন্দ্র আরও জানিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলিতে ইউটিউবও ইনস্টল করা থাকে। তা থেকে মোটা টাকা উপার্জন করে গুগল।
নয়াদিল্লি: প্রভাব খাটিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের (Android Devices) দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য, প্রতিযোগিতার শর্ত লঙ্ঘনের জন্য এ বার অ্য়ালফাবেট আইএনসি-র অধীনস্থ গুগল-কে (Google) মোটা টাকার জরিমানা করল কেন্দ্রীয় সরকার (Monetary Penalty )। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা CCI গুগলকে ১৩৩৭.৭৬ কোটি টাকার জরিমানা করেছে।
গুগল-কে মোটা টাকা জরিমানা কেন্দ্রের
CCI-এর সরকারি ওয়েবসাইটে এই সংক্রান্ত বিশদ তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি ট্যুইটারেও গুগল-কে জরিমানা করার কথা জানানো হয়েছে। CCI-এর বক্তব্য়, ‘অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দুনিয়ায় ক্ষমতার অপব্যবহারের জন্য গুগল-কে ১৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা করা হল’।
CCI-এর দাবি, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম শুধু পরিচালনাই করে না, সব কিছু দেখভালও করে। নিজেদের মালিকানাধীন অন্য অ্যাপগুলিকে লাইসেন্সও প্রদান করে গুগল। তাই সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলিও নিজেদের মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং গুগল অ্যাপ ব্যবহার করতে একপ্রকার বাধ্য হয়। তার জেরে গুগলের তৈরি অধিকার এবং বাধ্যবাধকতা সংক্রান্ত একাধিক চুক্তিতেও সই করতে হয় তাদের, যার মধ্যে অন্যতম হল মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট। তার আওতায় গুগলের সার্চ ইঞ্জিন অ্যাপ, ক্রোম ব্রাউজার, উইজেট আগে থেকেই অনস্টল করে দেওয়া হয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলিতে, যা প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখে গুগল-কে।
CCI imposes monetary penalty of ₹ 1337.76 crore on Google for abusing dominant position in multiple markets in the Android Mobile device ecosystem.
— CCI (@CCI_India) October 20, 2022
Press Release: https://t.co/sXXA0RvK51#Antitrust #AntitrustOrder #antitrustlaw #Google #CCI pic.twitter.com/FE5Yh8PWr4
আরও পড়ুন: NCF 2022 launch: শিশুদের পাশাপাশি শিক্ষকদেরও শিক্ষার নিদান, পাঠ্যক্রম পরিকাঠামো প্রকাশ কেন্দ্রের
কেন্দ্র আরও জানিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলিতে ইউটিউবও ইনস্টল করা থাকে। তা থেকে মোটা টাকা উপার্জন করে গুগল। ফলে অন্য ভিডিও স্ট্রিমিং প্রদানকারী সংস্থাগুলি বাজারদখলে গুগলের সঙ্গে পেরে ওঠে না। সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলিকে চুক্তিতে বেঁধে ফেলেই অন্যের বাজার দখলের পথে আসলে প্রতিবন্ধকতা তৈরি করে গুগল। ফলে লাভও একাই ভোগ করে।
অন্যায় ভাবে একচেটিয়া বাজারদখলের অভিযোগ
এ নিয়ে গুগলের কাছে অভিযোগ জানালেও, পাল্টা সাফাই হিসেবে তারা অ্যাপল আইএনসি-র দোহাই দেয় বলে দাবি কেন্দ্রের। অ্যাপলের সামনে তাদের কঠিন প্রতিযোগিতায় পড়তে হয় বলে গুগলের তরফে জানানো হয়েছে, এমনটাই জানিয়েছে কেন্দ্র। তবে গুগলের এই যুক্তি মানকতে নারাজ কেন্দ্র। তাদের পাল্টা যুক্তি, গুগল এবং অ্যাপলের ব্যবসার ধরন আলাদা। কারণ অ্যাপলের লক্ষ্য হল, অত্যাধুনিক স্মার্ট ফোনে উন্নততর সফ্টওয়্যার প্রযুক্তি প্রদান করা। সেই নিরিখে গ্রাহকের সংখ্যা বাড়িয়ে টাকা রোজগারই গুগলের লক্ষ্য বলে দাবি কেন্দ্রের।