Himachal Pradesh : পথ পুরু বরফে ঢাকা, অবশেষে খননকারী গাড়িতেই বিয়ে করতে গেলেন বর
Himachal Pradesh Road blocked : তুষারে আটকে হবু কনের বাড়িতে পৌঁছতেই পারছিলেন না বর বাবাজি।
সিমলা : শীত এখনও কাঁপছে উত্তর ভারত। বিভিন্ন জায়গাতেই তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। হিমাচলের সিরমৌরে অবশ্য অন্য ছবি। এখানে প্রবল তুষারপাতে পণ্ড হতে বসেছিল বিয়ের আসর। তুষারে আটকে হবু কনের বাড়িতে পৌঁছতেই পারছিলেন না বর বাবাজি।
কয়েকদিনের টানা তুষারপাতে ৩ ফুট গভীর বরফ জমে গিয়েছে। বরফ পুরু বরফে ঢাকা। গাড়ি এগনোর পথ কার্যত বন্ধ। তাহলে কি বিয়েটা আটকে যাবে ? চিন্তায় পড়ে যায় পাত্রের পরিবার। ওদিকে কনের বাড়ির লোকেদেরও মাথায় হাত ! বর কি এসে পৌঁছতে পারবেই না ! কিন্তু কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়।
বরের সঙ্গে ছিল বরযাত্রীরাও। হিমাচলপ্রদেশের সিরমাউর জেলার সংগ্রাহ-গত্তাধর সড়কে Sangrah-Gattadhar road in Sirmaur district) ছিল বিয়েবাড়ি। সোমবার সন্ধেয় অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য রওনা দিয়ে রাস্তাতেই আটকে যান পাত্র।, সঙ্গে পাত্রপক্ষও। কী করা। অবশেষে দেখা যায় একটি মাটি কাটার গাড়ি (excavator) ।
আরও পড়ুন :
Darjeeling Weather: সামান্য বাড়বে তাপমাত্রা, দিনভর বৃষ্টিতে ভিজতে পারে শৈলশহর
সোমবার জাভগা (Javga ) থেকে সাংগ্রা-গাত্তাধর সড়ক ধরে সোনফার গ্রামে (Sounfer village) একটি বিয়ের পার্টি যেতে হয়েছিল, কিন্তু প্রবল তুষারপাতের কারণে সাংগ্রার থেকে 8 কিলোমিটার এগনোর পরই রাস্তা বন্ধ হয়ে যায় । প্রাথমিকভাবে, রাস্তা পরিষ্কার করার জন্য একটি খননযন্ত্র ব্যবহার করা হয়। কিন্তু পরে বর সহ ৬ জন ব্যক্তি খননকারী গাড়িতে উঠে অবশেষে বিবাহস্থলে পৌঁছায়।
বাকি বরযাত্রীদের জন্যও অবশেষে মেলে সমাধান। অতিথিদের জন্য আরও দুটি খননকারী যানের ব্যবস্থা করা হয়েছ। মাটি কাটার যন্ত্র এনে বরফ খুঁড়ে রাস্তা বার করে বর নিয়ে বরযাত্রীরা পৌঁছন মণ্ডপে। চার হাত এক হয়। হাঁফ ছেড়ে বাঁচেন দু’বাড়ির সবাই।
মানচিত্রের আরও একটু উপরের দিকে তো বরফে জমে যাওয়ার অবস্থা। কাশ্মীরের কুলগামে পারদ শূন্যের নীচে, গুলমার্গের তাপমাত্রা দেখাচ্ছে মাইনাস ৭ ডিগ্রি। জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে হাইওয়ে, তার অনেকটা অংশ ৫ ইঞ্চি বরফের তলায়। হিমাচলে পর্যটকপ্রিয় সিমলায় বরফ পড়ছে।