Subhas Chandra Bose Birth Anniversary: 'পরাক্রম দিবসের শুভেচ্ছা', নেতাজীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির
Subhas Chandra Bose Birth Anniversary:আজ দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। সন্ধে ৬টায় ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: আজ দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। সন্ধে ৬টায় ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, সমস্ত দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছা। ১২৫ তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমার শ্রদ্ধাঞ্জলি। তাঁকে প্রণাম জানাই। তাঁর অসামান্য অবদানের জন্য গোটা দেশ গর্বিত। ট্যুইটে লেখেন প্রধানমন্ত্রী।
নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে ট্যুইট-বার্তা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ট্যুইটারে তিনি লেখেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে ১২৫ তম জন্মবার্ষিকীতে কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছে গোটা ভারত। মুক্ত ভারত-আজাদ হিন্দ গঠনে তাঁর সাহসী পদক্ষেপ তাঁকে জাতীয় আইকনে পরিণত করেছে। তাঁর আদর্শ ও আত্মত্যাগ চিরকাল প্রতিটি ভারতীয়কে অনুপ্রেরণা জোগাবে।
কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের পক্ষ থেকেও নেতাজীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু কু-তে লিখেছেন, ভারতের মহান সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুকে আমার সুগভীর শ্রদ্ধা ও প্রণাম। আজ তাঁর ১২৫ তম জন্মদিবস পরাক্রম দিবস উপলক্ষ্যে পালিত হচ্ছে। দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজীর অবদান অবিস্মরণীয় থেকে যাবে।
আজ সন্ধে ৬টায় ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ল্যুটিয়েন্স দিল্লির ইন্ডিয়া গেটে ছিল রাজা পঞ্চম জর্জের একটি মূর্তি। সেটি ১৯৬৮ সালে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই বসবে নেতাজির মূর্তি। সরকারি সূত্রের খবর, গ্রানাইটের তৈরি নেতাজির মূর্তিটি হবে ২৮ ফুট উঁচু ও প্রস্থ ৬ ফুট। মূর্তিটি তৈরি করছেন ভাস্কর অদ্বৈত গদনায়ক। তবে এই গ্রানাইটের মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত সেই জায়গায় থাকবে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু। সেটিরই আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।